মুম্বই: দীর্ঘদিন একসঙ্গে খেলছেন। রাজ্য দল, জাতীয় দল ছাড়াও আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন একসঙ্গে। কিন্তু এবার নতুন করে আইপিএলের নিলাম হচ্ছে। হার্দিক আগেই গুজরাত টাইটান্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ক্রুণাল নিলামে উঠেছেন। আবার কি দেখতে পাওয়া যাবে ২ ক্রিকেটারকে? ক্রণাল আশা করছেন গুজরাত টাইটান্স নিলামে তাঁকে নেওয়ার চেষ্টা করবে। 


এক সাক্ষাৎকারে বঢোদরার অলরাউন্ডার বলেন, ''আমি জানি না। যদি হার্দিক আমাকে নিলামে চায়, তবে হয়ত একসঙ্গে খেলার সুযোগ পাব। যদিও, যে কোনও দলে সুযোগ পেলেই আমার ভাল লাগবে। বিশ্বাসযোগ্যতার অভাব কোথাও হবে না। মুম্বইয় ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক অনেক দিন খেলেছে। একসঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যখন খেলেছে, তখনও ও একজন লিডার হিসেবেই খেলেছে। এবারও ও অধিনায়ক হিসেবে নামবে।''


পাণ্ড্য ভাইদের বড় ভাই আরও বলেন, ''হার্দিকের মধ্যে সবরকমের ক্ষমতা রয়েছে। ও দায়িত্ব পেয়েছে. এতে আমি ভীষণ খুশি। সাধারণ মানুষও হার্দিককে নতুন ভূমিকায় দেখতে পাবে। হার্দিক এমন একজন মানুষ, যে দায়িত্ব নিতে খুব ভালবাসে, তা নেতা হিসেবে হােক বা না হোক। একটু নার্ভাস আমি। কিন্তু আমরা অনেক দিন একসঙ্গে খেলেছি, আশা করি দুর্দান্ত অধিনায়কত্ব করবে হার্দিক।''


আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ড্য ও রশিদ খানকে ১৫ কোটি টাকা দামে দলে নিয়েছে। অন্যদিকে, শুভমনকে দলে নিতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। এছাড়াও  দলের প্রধান কোচ ও মেন্টরের নামও  আগেই ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আশিস নেহরা হয়েছেন দলের হেড কোচ। অন্যদিকে, বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে মেন্টর নিযুক্ত করা হয়েছে। 


এর আগেও গুজরাতের একটি দল আইপিএলে অংশ নিয়েছিল। আইপিএল ২০১৬ এবং ২০১৭-তে পুণে ও রাজকোটের ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অংশ নিয়েছিল। চেন্নাই সুপারকিংস ও রাজলস্থান রয়্যালস সাসপেন্ড হওয়ায় এই দুটি দল আইপিএলে সামিল হয়েছিল। রাজকোট তাদের ফ্র্যাঞ্চাইজির নাম রেখেছিল গুজরাত লায়ন্স। দলে সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজার মতো খেলোয়াড়রা ছিলেন।