দিল্লি: আইপিএলের নতুন মরশুমের আগেই পুরো খোলনলচে বদলে ফেলছে দিল্লি ক্যাপিটালস। রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন তারা। এরপর রিটেনশনের তালিকায় রাখা হয়নি দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ও নেতৃত্বভার সামলানো ঋষভ পন্থকে। নতুন কোচ, নতুন ডিরেক্টর অফ ক্রিকেটের পর এবার নতুন বোলিং কোচও নিযুক্ত করে ফেলল দিল্লি ক্যাপিটালস। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যকে এবার দিল্লির বোলিং কোচ হিসেবে দেখা যাবে।
পন্টিংয়ের বদলে দিল্লির কোচ হিসেবে আগামী মরশুমে দায়িত্ব সামলাবেন হেমাঙ্গ বাদানি। ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দেখা যাবে ভেনুগোপাল রাওকে। এবার বোলিং কোচ হলেন মুনাফ পটেল। ২০১৮ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুনাফ। এরপর প্রথমবার কোনও বড় দায়িত্বে দেখা যাবে ডানহাতি প্রাক্তন এই পেসারকে।
ভারতের জার্সিতে মোট ৮৬টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন মুনাফ পটেল। ২০০৬-২০১১ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন তিনি। এছাড়াও আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস, গুজরাত লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন তিনি। ২০১৩ সালে আইপিএল জয়ী মুম্বই শিবিরের সদস্য ছিলেন। সেবার চার ম্যাচে মোট ৩ উইকেট নিয়েছিলেন মুনাফ। প্রাক্তন অজি পেসার জেমস হোপসের স্থলাভিষিক্ত হলেন মুনাফ।
আইপিএলের রিটেনশনে দিল্লি ক্যাপিটালস তাদের আগের কয়েক বছরের অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করেনি। অক্ষর পটেল, কুলদীপ যাদবের পাশাপাশি বাংলার অভিষেক পোড়েলকে রিটেন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। দিল্লির কাছে আরও ৭৩ কোটি টাকা রয়েছে নিলামে খরচ করার জন্য।
দিল্লি ক্যাপিটালসের মালিকানায় এক অদ্ভুত শর্ত রয়েছে। যে শর্ত অনুযায়ী, ২ বছর পর পর মালিকানা হস্তান্তরিত হবে। যেমন আগের ২ বছর দিল্লির আইপিএল দলের মালিকানা ছিল পার্থ জিন্দল ও তাঁর জেএসডব্লিউ গ্রুপের হাতে। সেই সময় দলের কোচ করা ছিলেন রিকি পন্টিং। দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন পরের ২ বছর আইপিএল দলের মালিকানা জিএমআর সংস্থার হাতে। তারা কোচ ও ডিরেক্টর করে এনেছে হেমাঙ্গ বাদানি ও বেণুগোপাল রাওকে। শোনা যাচ্ছে, অক্ষর পটেলকে অধিনায়ক করার কথা ভাবছে দিল্লি।