শেষমুহূর্তের আত্মঘাতী গোলে মরক্কোর বিরুদ্ধে ১-০ জয় ইরানের
Web Desk, ABP Ananda | 16 Jun 2018 12:05 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
সেন্ট পিটার্সবার্গ: বিশ্বকাপে গ্রুপ বি-র ম্যাচে শেষমুহূর্তের আত্মঘাতী গোলে মরক্কোর বিরুদ্ধে ১-০ জয় পেল ইরান। সংযোজিত সময়ে আত্মঘাতী গোল করে দলকে ডোবালেন মরক্কোর আজিজ বুহাদদুজ। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের পর এই প্রথম ফুটবলের সেরা প্রতিযোগিতায় খেলতে নেমেই জয় পেল ইরান। এই ম্যাচ অবশ্য তেমন উচ্চতায় পৌঁছয়নি। দু’দলই ভাল খেলা উপহার দিতে পারেনি। বিশেষ করে ইরানের খেলা দেখে কোনও সময়ই মনে হয়নি তারা জিততে পারে। তুলনায় মরক্কো ভাল খেলছিল। তবে ৯৫ মিনিটে অপ্রত্যাশিতভাবে জয়সূচক গোল উপহার পেল ইরান। মরক্কো এর আগে কোনওদিন বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পায়নি। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকল। ইরান এই নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জয় পেল।