তেহরান: আগামী ২১ নভেম্বর থেকে শুরু এবারের ফুটবল বিশ্বকাপ। দেখতে গেলে মাঝে আর মাত্র চার মাস। আর ঠিক তার আগেই ইরান ফুটবল দলের (Iran Football Team) প্রধান কোচ দ্রাগান স্কোচিচকে (Dragan Skocic) ছাঁটাই (Sack) করে দেওয়া হল। জানা গিয়েছে, ৫৩ বছর বয়সি স্কোচিচের বদলি হিসেবে দেশীয় কাউকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছে ইরান ফুটবল ফেডারেশন।
প্রায় ৩ বছর ইরান ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছেন স্কোচিচ। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে এই দলের কোচ হন তিনি। বিশ্বকাপ ও এশিয়ান কাপে ইরানের উল্লেখযোগ্য পারফরম্যান্সের পেছনে স্কোচিচের অবদান ছিল বিশাল। গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে টেক্কা দিয়ে কাতার বিশ্বকাপের জন্য় আগেই ।যোগ্যতা অর্জন করে নিয়েছিল ইরান।
কোচ হিসেবে সাফল্য
ইরান ফুটবল দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন দ্রাগান স্কোচিচ। তাঁর অধীনে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছিল ইরান ফুটবল দল। এরমধ্যে ১৫ ম্যাচেই জয় পেয়েছে তারা। ইরানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সে দেশের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার আলি দাই।
উল্লেখ্য, এখনও পর্যন্ত মোট ৬বার বিশ্বকাপের আসরে অংশগ্রহণ করতে চলেছে ইরান। আর টানা তিনবার বিশ্বকাপে খেলছে ইরান। আসন্ন বিশ্বকাপে 'বি' গ্রুপে খেলবে ইরান। তাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ইরানের।
বিশ্ব ফুটবলের মঞ্চে এবার নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন এশিয়ার ফুটবল (Football) খেলিয়ে দেশগুলো। চলতি বছরের শেষে কাতারে (Qatar) বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (World Cup Football)। আর সেই টুর্নামেন্টে এবার এশিয়া থেকে মোট ৬টি দেশ অংশ নিতে চলেছে। এশিয়া (Asia) থেকে এর আগে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনওদিনও ৬টি দল অংশ নেয়নি।
ইরান (Iran), দক্ষিণ কোরিয়া (South Korea), সৌদি আরব, জাপান, আগেই যোগ্যতা অর্জন করেছিল। পেরুকে হারিয়ে অস্ট্রেলিয়াও যোগ্যতা অর্জন করে নিল বিশ্বকাপের মঞ্চে। আর আয়োজক দেশ হওয়ার সুবাদে কাতার ফুটবল দলকেও দেখা যাবে এই টুর্নামেন্টে।