গায়ানা: প্রথম ম্যাচের পর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও জয় ছিনিয়ে নিল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে পরপর ২ ম্যাচে হারিয়ে দিল। গায়ানায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল টাইগাররা। 


ঘরের মাঠে লজ্জার রেকর্ড


প্রথমে ব্য়াট করতে নেমে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ঘরের মাঠে এটি ক্যারিবিয়ানদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ওয়েস্ট ইন্ডিজের কিমো পল একমাত্র ক্রিকেটার যিনি ব্যক্তিগত ২০ রানের বেশি করেছেন। বাংলাদেশের তারকা অফস্পিনার মেহদি হাসান মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১০ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। ৩৫ ওভারে ১০৮ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


জবাবে ব্য়াট করতে নেমে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ৬২ বলে অপরাজিত অর্ধশতরানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান। শান্ত ২০ রান করেন। লিটন ৩২ রান করে অপরাজিত থাকেন। ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা নির্বাচিত হন তামিম ইকবাল।


 






প্রথম ম্যাচেও দুরন্ত বোলিং করেছিলেন মেহদি হাসান


উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স বাংলাদেশের তরুণ স্পিনার অলরাউন্ডার মেহদি হাসানের। তরুণ পেসার শরিফুল ইসলামও বল হাতে জ্বলে উঠেছেন। প্রতিপক্ষ শিবিরের তিন মুখ্য ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন মেহদি। 


আরও পড়ুন: আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও কী নেই বিরাট?