ইরানি ট্রফিতে ঝলমলে সেঞ্চুরি ঋদ্ধিমানের
ABP Ananda, web desk
Updated at:
23 Jan 2017 07:28 PM (IST)
NEXT
PREV
মুম্বই: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঝপথেই ছিটকে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা৷ তাঁর জায়গায় সুযোগ পেয়েই ব্যাট হাতে পার্থিব পটেল নজরকাড়ার পর জাতীয় দলে পেরা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল বাংলার উইকেটকিপার ব্যাটসম্যানের৷ সোমবার একেবারে পার্থিব পটেলের সামনেই কামব্যাকের প্রস্তুতি শুরু করে দিলেন ঋদ্ধি৷ ইরানি ট্রফির চতুর্থ দিনে দুরন্ত সেঞ্চুরি এই উইকেটকিপার ব্যাটসম্যানের৷ অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে দ্বিতীয় ইনিংসে ১২৩ রানে অপরাজিত ঋদ্ধিমান সাহা৷ ২১৪ বলে এই ইনিংসে ছিল ৩টি ছয় ও ১৬টি চার৷ ইরানি ট্রফিতে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় একাদশের জয়ের জন্য প্রয়োজন ৩৭৯ রান৷ ঋদ্ধির সৌজন্যে চতুর্থ দিনের শেষে অবশিষ্ট ভারতীয় একাদশের স্কোর ৪ উইকেটে ২৬৬৷ প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঋদ্ধির ব্যাটিং দেখে উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটমহল৷ অন্যদিকে এই ম্যাচে ব্যাট হাতে বড় রানের মুখ দেখেননি পার্থিব পটেল৷ ঋদ্ধিমান সাহা সেঞ্চুরি পেলেও ব্যাট হাতে ব্যর্থ বাংলার আরেক ক্রিকেটার মনোজ তিওয়ারি৷
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -