ডাবলিন: আয়ার্ল্যান্ড দলের (Ireland Cricket Team) সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথমেই যাদের নাম আসবে, তাদের মধ্যে কেভিন ও'ব্রায়ান (Kevin O'Brien)। সেই তারকা অলরাউন্ডারই আজ, মঙ্গলবার (১৬ অগাস্ট) আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন, ঘোষণা করলেন অবসর।


ব্যর্থ পরিকল্পনা 


২০২১ সালেই ওয়ান ডে থেকে অবসর নিয়েছিলেন আয়ার্ল্যান্ডের তারকা অলরাউন্ডার। তবে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে আগ্রহী ছিলেন। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর আইরিশ দলে সুযোগ পাননি ও'ব্রায়ান। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসরের পরিকল্পনা থাকলেও, সুযোগ পাবেন না অনুমান করে আগেভাগেই অবসর ঘোষণা করে দিলেন তারকা অলরাউন্ডার।


নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা করে ও'ব্রায়ান লেখেন, 'জাতীয় দলের হয়ে ১৬ বছর ও ৩৮৯ ম্যাচ খেলার পর আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করছি। আমি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই অবসরের কথা ভেবেছিলেন। তবে যেহেতু গত বছরের বিশ্বকাপের পর থেকে আমি আর আইরিশ দলে সুযোগ পাইনি। তাই আমার মনে হয় নির্বাচক এবং হয়তো অন্যদেরই সুযোগ দিতে চায়। আমি আয়ার্ল্যান্ড হয়ে খেলার প্রতিটি মুহূর্তই উপভোগ করেছি। প্রচুর বন্ধুও বানিয়েছিল। এবার আমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার পালা।'


 






 


পরবর্তী অধ্যায়


২০০৬ সালে ও'ব্রায়ান আয়ার্ল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটান। তার পর থেকে দলের ধাপে ধাপে উন্নতিতে তিনি সর্বদাই দলের অঙ্গ ছিলেন। বিশ্বস্তরে তাঁর বহু স্মরণীয় ইনিংস রয়েছে। ২০১১ বিশ্বকাপে তাঁর ৬৩ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংসে ভর করেই ইংল্যান্ডকে পরাজিত করেছিল আয়ার্ল্যান্ড। এবার থামল তাঁর আন্তর্জাতিক করিয়ারের দৌড়। ও'ব্রায়ান ১৫৩টি ওয়ান ডে, ১১০টি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বর্ণময় কেরিয়ারে ৫৮৫০ রানের পাশাপাশি ১৭২টি উইকেটও রয়েছে তাঁর দখলে। তবে এবার আর নিজে ব্যাট বল হাতে মাঠে নামা নয়, বরং কোচিংয়ের দিকেই নজর দিতে চান কেভিন ও'ব্রায়ান।


আরও পড়ুন: কেকেআরের হয়ে খেলা দুই নাইটসহ একাধিক তারকাকে আবু ধাবির দলে সই করল নাইট রাইডার্স