নয়াদিল্লি: আমিরশাহির আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (International League T20) আবু ধাবির ফ্রাঞ্চাইজি কেনার কথা আগেই জানিয়েছিস নাইট রাইডার্স। এবার আবু ধাবি নাইট রাইডার্সের (Abu Dhabi Knight Riders) হয়ে একাধিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার কথাও জানিয়ে দেওয়া হল নাইট রাইডার্সের তরফে।


নাইটদের তিন দলেই রাসেল-নারিন


আন্দ্রে রাসেল, সুনীল নারাইন কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত রয়েছেন। নারাইন নাইটদের ট্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) দলের সঙ্গেও যুক্ত। রাসেলকেও এ মরসুমেই টিকেআর দলে নেওয়া হয়েছে। এবার এই দুইজনেকেই মার্কি খেলোয়াড় হিসাবে আবু ধাবি ফ্রাঞ্চাইজির জন্যও সই করল নাইট রাইডার্স। পাশাপাশি জনি বেয়ারস্টো, পল স্টার্লিংয়ের মতো টি-টোয়েন্টি তারকাদেরও এই দলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাসেল, নারাইন বাদেও নাইট রাইডার্সের দুই দলের কোনও একটিতে আগে খেলেছেন বা খেলছেন, এমন আরও খেলোয়াড়কেও সই করেছে আবু ধাবি।


 






 


নারাইন, রাসেলকে এই দলেও নিতে পেরে উচ্ছ্বসিত নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, 'আমাদের প্রধান দুই তারকা সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে এডিকেআরেরও নিতে পেরে দারুণ লাগছে। জনি বেয়ারস্টো আমাদের দলে যোগ করায় আমরা উচ্ছ্বসিত এবং নিশ্চিত এই লিগে দলের সাফল্যে ওঁ বড় ভূমিকা নেবে। এছাড়া আকিল হোসেন, আলি খান রবি রামপাল, সিকুহে প্রসান্না ও কলিন ইনগ্রামরা আগে ট্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এডিকেআরের অংশ হওয়ায় আমরা ভীষণ আনন্দিত।'


এছাড়া চরিথ আসালঙ্কা, পল স্টার্লিংদেরও নাইট রাইডার্স দলে স্বাগত জানিয়েছেন বেঙ্কি। কেকেআর, টিকেআরের পর এটি নাইটদের তৃতীয় দল। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটেও বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে নাইট রাইডার্সরা। অবশ্য সেখানে নতুন ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেই বিষয়ে এখনও কিছুই বলা হয়নি।


আবু ধাবি নাইট রাইডার্সের সই করা খেলোয়াড়দের তালিকা:-


আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, পল স্টার্লিং, জনি বেয়ারস্টো, লাহিরু কুমারা, চরিথ আসালঙ্কা, কলিন ইনগ্রাম, আকিল হোসেন, রবি রামপাল, সিকুহে প্রসান্না, রেমন রিফার, কেনার লুইস, আলি খান, ব্রেন্ডন গ্লোভার


আরও পড়ুন: শুরুতেই চমক, একসঙ্গে পাঁচ তারকাকে দলে নিল এমআই কেপ টাউন