নয়াদিল্লি: ক্রিকেটে এখন ভারতীয় দলের জয়ের ধারা অব্যাহত। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুটি টেস্টে হোঁচট খেয়ে সিরিজ খোয়াতে হলেও তৃতীয় টেস্ট থেকেই জয়ের পথে ফিরিছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজে ৫-১ জিতে এবার টি ২০ সিরিজ জয়ের লক্ষ্যে মেন ইন ব্লু ব্রিগেড। গতকাল ট্যুইটারে একটি প্রশ্ন করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি ট্যুইট করেন, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশ্ন। ভারতীয় ক্রিকেটের এই উত্থানের কারণ কী?





এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ ক্রিকেট অনুরাগীই কৃতিত্ব তিনজনকে দিয়েছেন। বেশিরভাগ অনুরাগীই ওই তিনটি নামের সঙ্গে সহমত।


















ভারতীয় ক্রিকেটের এই সাফল্যের ক্ষেত্রে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলির অবদানের উল্লেখ করেছেন অনুরাগারী।
সৌরভের নেতৃত্বে ২০০৩-র বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। এছাড়াও তাঁর নেতৃত্বে ন্যাটওয়েস্ট ট্রফি জয় সহ একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছে ভারত। সৌরভের নেতৃত্বে ভারত ১৪৭ টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে ৭৬ বার।
ধোনির নেতৃত্বে ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ, ২০১১ তে বিশ্বকাপ এবং ২০১৩ তে চ্যাম্পিয়ন্স ট্রফিকে জয়ী হয়েছে ভারত।
কোহলি ২০১৬-তে একদিনের দলের অধিনায়ক হয়েছেন। তারপর থেকে তাঁর নেতৃত্বে ভারত ৪৯ ম্যাচ খেলে ৩৮ টিতেই জয়ী হয়েছে।