ছেলের নাম নিয়ে ‘পরামর্শ’, উপযুক্ত জবাব ইরফানের
Web Desk, ABP Ananda | 28 Dec 2016 05:31 PM (IST)
নয়াদিল্লি: ছেলের নাম কী রাখবেন, সে বিষয়ে ক্রিকেটার ইরফান পাঠানকে অনেকেই পরামর্শ দিচ্ছেন। ট্যুইটারে অনেকের দাবি, ছেলের নাম যেন দাউদ বা ইয়াকুব না রাখা হয়। তাঁদের এবার পাল্টা জবাব দিলেন ইরফান। তিনি বলেছেন, নাম যা-ই হোক না কেন, বাবা ও জেঠু ইউসুফ পাঠানের মতোই এই ছেলেও দেশকে গর্বিত করবে। গত ২০ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইরফানের স্ত্রী সাফা বেগ। করিনা কপূর ও সেফ আলি খানের সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই ইরফানের সন্তানের নাম নিয়ে অনেক পরামর্শ আসছে। ইরফান অবশ্য ছেলের নাম রেখেছেন ইমরান। এরপরেই তিনি পরামর্শদাতাদের জবাব দিয়েছেন।