নয়াদিল্লি: ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানান ঘটনা শোনা যায়। একটা ঘটনা তো ক্রিকেট অনুরাগীদের প্রত্যেকেরই জানা। দলের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে কখনও পিছপা হতেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ। অনেক সময় প্রতিপক্ষ অধিনায়কদের অপেক্ষাও করাতেন তিনি। আর এজন্য সৌরভের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্টিভ ওয়া ও ইংল্যান্ডের অধিনায়ক নাসের হুসেন। এবার ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানিয়েছেন, সৌরভ এমনটা কেন করতেন।


ইরফান স্টার স্পোর্টসের শো ক্রিকেট কানেক্টেড-এ সৌরভের টস করতে দেরি করে নামার কাহিনী জানিয়েছেন। উল্লেখ্য, সৌরভের অধিনায়কত্বেই ইরফানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ইরফান জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় আমার প্রথম সফরে স্টিভ ওয়াকে টসের জন্য অপেক্ষা করিয়েছিলেন সৌরভ। টসের সময় এলে ম্যানেজার এসে তাকে টসের কথা মনে করিয়ে দেন। কিন্তু দাদা সেই সময় গেল না।



ইরফান আরও জানিয়েছেন, সচিন  তেন্ডুলকরও দাদাকে সঠিক সময়ে টসে যেতে রাজি করাতে পারেননি। সচিন এসে বলেন, টসের সময় হয়েছে। মাঠে যাওয়া উচিত। ইরফান বলেছেন, আসলে যখন অন্য অধিনায়ক টসের জন্য অপেক্ষা করেন, তখন চাপ তাঁর ওপর চাপ থাকত। সৌরভ কখনও টসের জন্য তাড়াহুড়ো করতেন না।

সম্প্রতি নাসের হুসেন জানিয়েছেন, টসের জন্য অপেক্ষা করানোয় তিনি সৌরভকে পছন্দ করতেন না। তিনি বলেছেন, যখন সৌরভের বিরুদ্ধে খেলতাম, তখন ওকে পছন্দ করতাম না। কেননা, ও আমাকে সবসময় টসের জন্য অপেক্ষা করাত। আমি বলতাম, সৌরভ সাড়ে দশটা বেজে গেছে, আমাদের টসের জন্য যেতে হবে। কিন্তু ও কখনও সময়ে আসত না।