মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন তিনি। জানা গিয়েছিল, মানসিক স্বাস্থ্যের কথা বলে দল থেকে ছুটি চেয়েছিলেন। সেই আবেদন মঞ্জুরও করেছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) হেড স্যর রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।


ঈশান কিষাণকে (Ishan Kishan) নিয়ে গোলমালটা পাকায় তারপরের কয়েকটা ঘটনায়। ভারতীয় শিবির (Team India) থেকে মনে করা হয়েছিল, পরিবারের সঙ্গে সময় কাটাবেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার। কিন্তু তার পরিবর্তে দুবাইয়ে পার্টি করতে দেখা গিয়েছিল ঈশানকে। পরে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বিখ্যাত কৌন বনেগা ক্রোড়পতি (KBC) ক্যুইজ শো-তেও অংশ নেন তিনি। সবচেয়ে বড় কথা, ভারতীয় দলের কোচ যখন ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছিলেন তাঁকে, ঈশান রঞ্জি ট্রফির মানচিত্রের আশেপাশেও ছিলেন না। এমনকী, ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছিল, ঈশান কোথায় আছেন, তা নিয়ে তাদের কাছেও কোনও স্পষ্ট খবর নেই।


ভারতীয় ক্রিকেট বোর্ড এরপর কড়া অবস্থান নেয়। জানিয়ে দেয়, ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে রঞ্জি ট্রফির মতো বড় টুর্নামেন্টে না খেললে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হতে পারে। তারপরই কি টনক নড়ল ঈশানের?


অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন ঈশান। মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে ম্যাচ খেললেন তিনি। নবি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল ইউনিভার্সিটি মাঠে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন তিনি। আরবিআইয়ের হয়ে যে টুর্নামেন্টে খেলছেন তিনি। উইকেটের পিছনে গ্লাভস হাতে ম্যাচে নজর কাড়েন ঈশান। সায়ন শেখর মণ্ডলের বলে সুমিত ঢেকালে-কে স্টাম্প করেন তিনি। তবে ব্যাট হাতে ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারেননি। ১২ বলে ১৯ রান করেন। যে ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা। তবে তার পরেও ঈশানের দল বড় ব্যবধানে ম্যাচ হেরে যায়। রাউট মোবাইল লিমিটেডের কাছে ৮৯ রানে হেরে যায় আরবিআই।


ঈশানকে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা না গেলেও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যর সঙ্গে প্র্যাক্টিস করছিলেন। যা বিতর্কে ঘৃতাহুতি দেয়। বলা হয়, শুধু আইপিএল-কেই গুরুত্ব দিচ্ছেন তিনি। গত বছরের নভেম্বরে গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচই ঈশানের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ। 


আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে