জামাইকা: সাবাইনা পার্কে ব্যাট হাতে বিরলতম নজির গড়লেন ভারতের তারকা স্পিডস্টার ইশান্ত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম অর্ধ শতরান পেলেন তিনি। ২০০৭ সালে টেস্ট অভিষেকের পর কেটে গিয়েছে এক যুগ। এতদিন ব্যাট হাতে ইশান্তের সর্বোচ্চ স্কোর ছিল ৩১। জামাইকার সাবাইনা পার্কে কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডারদের বিরুদ্ধে সেই রেকর্ডের ওপর পুনর্লিখন করে ৫৭ রানের ইনিংস খেললেন ইশান্ত। নিলেন ৮০টি ডেলিভারি। তার মধ্যে ৭টি-তে বাউন্ডারিও হাঁকিয়েছেন ভারতের এই বোলার।





ইশান্তের এই টেস্ট অর্ধশতরান এল ৯২তম টেস্টের ১২০তম ইনিংসে। ভারতীয় ক্রিকেটে কোনও ক্রিকেটারের প্রথম টেস্ট অর্ধ-শতরানের এটাই সবথেকে ধীরতম রেকর্ড। বিশ্ব ক্রিকেটে তাঁর থেকেও এগিয়ে রয়েছেন ব্রিটিশ তারকা জেমস অ্যান্ডারসন। ১৩০ ইনিংস পর নিজের প্রথম টেস্ট অর্ধ-শতরান পেয়েছিলেন জিমি। সেদিক থেকে জিমি ধীরতম তালিকায় প্রথম এবং ইশান্ত দ্বিতীয়।