অলিম্পিক শুরুর আগে রিও-তে আইএস-আতঙ্ক
Web Desk, ABP Ananda | 30 Jul 2016 02:46 PM (IST)
রিও: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হওয়ার আগেই রিও-র বুকে আইএস-আতঙ্ক। অলিম্পক শুরুর এক সপ্তাহ আগে রিও থেকে আইএস জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শায়ের কালাউন নামে লেবানিজ বংশোদ্ভূত ওই ব্রাজিলিয় নাগরিক জেরার মুখে জানিয়েছে, একসময় সিরিয়াতেও গিয়েছিল সে। ৩৪ বছরের কালাউনকে বুধবার গ্রেফতার করা হয়। ইন্টারনেটে আইএস মতবাদ প্রচার করত সে। এর আগে অস্ত্র রাখার অভিযোগে তাকে একবার আটকও করা হয়। দেশের আইনমন্ত্রী আলেকজান্ডার দে মোরা একথাও জানিয়েছেন, ২০১৪-য় ব্রাজিলে বিশ্বকাপ চলাকালীনও ধৃতের বিরুদ্ধে জঙ্গি নাশকতায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। বিক্ষোভ, আন্দোলন, ধর্মঘটের পাশাপাশি, এবার আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনায় রীতিমতো চিন্তায় রিও প্রশাসন।