কলকাতা: এবারের আইএসএল-এর শুরুটা দুর্দান্তভাবে করেছে এটিকে মোহনবাগান। রবিবার অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। গত মরশুমে প্রথমবার আইএসএল-এ যোগ দিয়ে লিগ টেবলে নিচের দিকে ছিল লাল-হলুদ ব্রিগেড। তারপর দলে বেশ কিছু বদল এসেছে। কোচ বদল হয়েছে, সব বিদেশিই বদলে গিয়েছে। গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্স ঝেড়ে ফেলে এবার ভাল পারফরম্যান্স দেখাবে দল, এমনই আশায় লাল-হলুদ সমর্থকরা।


দলের সব বিদেশিরই ভারতে এটা প্রথম মরশুম। তাঁদের কাছ থেকে কেমন পারফরম্যান্স আশা করছেন? আজ সাংবাদিক বৈঠকে এবিপি লাইভের এই প্রশ্নের জবাবে এসসি ইস্টবেঙ্গলের কোচ মানোলো দিয়াজ বললেন, ‘বিদেশিদের নিজেদের দক্ষতার পরিচয় দিতে হবে। ওরা আশা করি পার্থক্য গড়ে দিতে পারবে। তবে আইএসএল-এর নিয়ম অনুযায়ী, শুধু চারজন বিদেশিই খেলতে পারবে। ফলে ভারতীয় ফুটবলারদেরও ভাল পারফরম্যান্স জরুরি।’


আইএসএল-এ দলের প্রথম মরশুম ভাল যায়নি। এবার কী আশা করছেন? লাল-হলুদ কোচ বললেন, ‘এবার নতুন দল, নতুন কোচ। আমরা আশাবাদী, এবার পারফরম্যান্স ভাল হবে।’


কাল প্রথম ম্যাচে সামনে জামশেদপুর এফসি। দ্বিতীয় ম্যাচই ডার্বি। এটা কতটা কঠিন হবে? এসসি ইস্টবেঙ্গলের কোচ জানালেন, ‘আমাদের ফোকাস প্রথম ম্যাচে। এখনই ডার্বি নিয়ে ভাবছি না। প্রথম ম্যাচের পর ডার্বি নিয়ে পরিকল্পনা করব। তবে আমরা ডার্বির জন্য তৈরি। স্পেনে ডার্বির অভিজ্ঞতা আছে। ফলে সমস্যা হবে না।’


বিদেশিদের মতোই লাল-হলুদের কোচেরও ভারতে প্রথম মরশুম। তিনি কতটা আত্মবিশ্বাসী? এই প্রশ্নের জবাবে মানোলো দিয়াজ জানালেন, ‘ভারতে এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা ভাল। আমার স্পেনে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। ফলে আশা করি সমস্যা হবে না।’


এবারের আইএসএল-এ কোন ধাঁচে খেলবে এসসি ইস্টবেঙ্গল? এই প্রশ্নের জবাবে কোচ জানালেন, ‘আমাদের দলে যে ধরনের ফুটবলাররা আছে, তাতে নানা ফর্মেশনে খেলানো যায়। আমরা বিভিন্ন ফর্মেশন নিয়ে ভাবছি। মাঠে আমাদের সেরাটা দিতে হবে। যে ফর্মেশনেই খেলি না কেন, পারফরম্যান্সই আসল ব্যাপার। বিপক্ষের শক্তি-দুর্বলতার বিষয়ে আমরা খবর নিয়েছি। সেই অনুযায়ী খেলতে হবে।’


দলের ভারতীয় ফুটবলারদের দেখে কতটা সন্তুষ্ট? এই প্রশ্নের জবাবে এসসি ইস্টবেঙ্গলের কোচ জানালেন, ‘ভারতীয় ফুটবলারদের দক্ষতা ও খেলার মান যাতে বাড়ে, সেই চেষ্টা করব। আশা করি বিদেশিদের পাশাপাশি ভারতীয় ফুটবলাররাও ভাল খেলতে পারবে।’