কলকাতা: গোটা দলটার খোলনলচেটাই যেন বদলে গিয়েছে। এ বার দলের কোচ ও সাপোর্ট স্টাফ তো বদল হয়েছেই, গোটা দলটাই প্রায় বদলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গত মরসুমে লাল-হলুদ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে এবারের দলে রয়েছেন গোলকিপার শঙ্কর রায়, ডিফেন্ডার রাজু গায়কোয়াড় ও অঙ্কিত মুখার্জি এবং মিডফিল্ডার সৌরভ দাস ও মহম্মদ রফিক। রবি ফাওলারের বদলি হিসেবে কোচ নিযুক্ত হয়েছেন স্পেনের হোসে মানুয়েল দিয়াজ ফার্নান্ডেজ। এবারের দল নিয়ে তাঁর বক্তব্য়, দলে ভারসাম্য রয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার ভাল মিশ্রণও হয়েছে আমাদের দলে। হিরো আইএসএলে একেবারে শুরু থেকে খেলছে, এমন খেলোয়াড়ও যেমন আছে, তেমনই সর্বোচ্চ স্তরের ফুটবলের অভিজ্ঞতাসম্পন্ন বিদেশি খেলোয়াড়ও আনা হয়েছে। সব মিলিয়ে এই দলের মান যথেষ্ট ভাল


কিছুদিন আগেই ৩৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছিল এসসি ইস্টবেঙ্গল। গত মরসুমে গোল্ডেন গ্লাভস পাওয়া অভিজ্ঞ গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে এবার নিয়েছে লাল হলুদ শিবির। এছাড়া ভারতীয় দলে খেলা ডিফেন্ডার আদিল খান ও অভিজ্ঞ রাজু গায়কোয়াড় ও তরুণ হীরা মন্ডল রয়েছেন তাদের ব্যাকলাইনে। সেন্টার ব্যাকে রয়েছেন অস্ট্রেলিয়ার পারথ গ্লোরিতে খেলা টমিস্লাভ মর্চেলা। রক্ষণে রয়েছেন ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ২১ জাতীয় দলের স্টপার ও ইতালির সিরি এ ক্লাব লাজিওর হয়ে খেলা ফ্রানিও পর্চেকে।


মিডফিল্ডে রয়েছেন ভারতের অনূর্ধ্ব ২৩ দলের অমরজিৎ সিংহ। এছাড়াও রয়েছেন মহম্মদ রফিক, জ্যাকিচন্দ সিং, সৌরভ দাস ও বিকাশ জায়রু। বিদেশিদের মধ্যে রয়েছেন আয়াক্স অ্যাকাডেমি থেকে উঠে আসা ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোল ও স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির দার্ভিসেভিচ।


স্ট্রাইকিং লাইনেও এবার নতুন মুখ দেখতে পাওয়া যাবে। নাইজেরিয়ার ড্যানিয়েল চিমা চুকুউ দলের গোলমেশিন হয়ে উঠতে পারেন কি না, সেটাই দেখার। এছাড়াও তাঁকে সঙ্গে দেওয়ার জন্য রয়েছেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ। এছাড়াও ভারতীয়দের মধ্যে রয়েছেন বলবন্ত সিংহ ও হাওকিপ। 


গত মরশুমে তিনটি জয়, আটটি ড্র ও নটি হার নিয়ে লিগ তালিকার ননম্বরে থেকে শেষ করে লাল-হলুদ শিবির। এবছর এই ট্যালিটা বদলাতে চাইবেন লাল হলুদ ফুটবলাররা। আগামী ২১ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। 


ইস্টবেঙ্গল স্কোয়াড ---


গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন।


 


ডিফেন্ডার- ড্যানিয়েল গোমস, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিংহ, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রেস, সেরিনিও ফার্নান্ডেজ ও আকাশদীপ সিংহ।


 


মিডফিল্ডার- জ্যাকিচাঁদ সিংহ, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেঙ্গবাম, অমরজিৎ সিংহ কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু,আমির ডারভিসেভিচ, ড্যারেন সিডেল, রোমিও ফার্নান্ডেজ, সঙ্গপু সিঙ্গসিট ও লোকেন মিতেই।   


 


স্ট্রাইকার- বলবন্ত সিংহ, থঙ্গখোসিয়েম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকু, অ্যান্টনিও পেরোসেভিচ ও শুভ ঘোষ।