পানাজি: আইএসএলে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) শুরুটা হয়েছিল দুরন্ত। পরপর দুই ম্যাচে জয়। কিন্তু মুম্বই সিটিএফসির কাছে হারতে হয়েছে সবুজ-মেরন ব্রিগেডকে। মুম্বই সিটি এফসি-ই যেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এটিকে মোহনবাগানের। গত মরসুম থেকে মুম্বইয়ের কাছে টানা চার ম্যাচে হারল সবুজ-মেরুন ব্রিগেড। গত মরসুমে গ্রুপ লিগের দুই ম্যাচ ছাড়াও আইএসএল ফাইনালেও মুম্বইয়ের কাছে হেরেই ট্রফি জয়ের সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গিয়েছিল মোহনবাগানের। এবার গ্রুপ পর্বে ১-৫ গোলে হারতে হল আন্তোনিও লোপেজ হাবাসের দলকে।


আইএসএলের শুরুতেই পরপর দুই ম্যাচ জেতার পরে মুম্বইয়ের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে নীরবতা ভাঙলেন এটিকে মোহনবাগান কোচ। মুম্বই ম্যাচে হারের দায় চাপালেন রেফারির উপর। হাবাস বলছেন, ‘অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছি। হঠাৎ করে এ রকম একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। যদি ম্যাচটা বিশ্লেষণ করে দেখেন, তা হলে দেখবেন ফুটবলে এমন অনেক হয়েছে। শুরুতেই আমরা গোল খাই।'


এরপরই বোমা ফাটান হাবাস। বলেন, 'দ্বিতীয় গোলটা হাত দিয়ে করা। যেটা রেফারি দেখেননি। তৃতীয় গোলটার আগে ফাউল হয়। রেফারি (দীপক) টাংরিকে লাল কার্ড দেখান, কিন্তু ওদের (মুর্তাদা) ফলকে দেখালেন না। চতুর্থ গোল হয় অফসাইডে। এ রকম আরও মুহূর্ত এসেছে ম্যাচে। আমরা ম্যাচে ঘুরে দাঁড়ানোরও সুযোগ পেয়েছি। কিন্তু স্বীকার করতেই হবে যে, সে দিন মুম্বই আমাদের চেয়ে ভাল খেলেছে। তবে রেফারি সে দিন অত ভুল না করলে এই ব্যবধানে ওরা জিততে পারত না।’


সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নামার আগে সব ভুলতে চাইছেন কোচ হাবাস। ম্যাচের আগে সমর্থকদের আশ্বাস দিয়ে জানিয়েছেন, তিরি সুস্থ রয়েছেন। মাঠে নামার অবস্থাতেও রয়েছেন। ২০ জনের দলে তাঁকে রাখছেন হাবাস। তবে প্রথম একাদশে খেলাতে পারবেন কি না, তা জানেন না এখনও।