পানাজি: আইএসএলে (ISL 2021) ফের পরাজয় হজম করতে হল সবুজ-মেরুন বাহিনীকে। মুম্বই সিটি এফসি-র পর এবার জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) কাছে হারল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সোমবার হতশ্রী ফুটবল খেলে হারল হাবাস ব্রিগেড। রক্ষণ নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন হাবাস। এই নিয়ে ৪ ম্যাচে ৯ গোল খেয়ে বসে রয়েছে এটিকে মোহনবাগান। মুম্বইয়ের কাছে ১-৫ হারের পর, জামশেদপুরের কাছে ১-২ হারল সবুজ-মেরুন ব্রিগেড।


শুরু থেকেই ম্যাচের রাশ ছিল জামশেদপুর এফসি-র হাতে। প্রথমার্ধের আধ ঘণ্টা কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে জামশেদপুর ক্রমশ চাপ বাড়াতে থাকে।


৩৭ মিনিটে জামশেদপুর এফসি-কে এগিয়ে দেন লেন ডংগেল। জিতেন্দ্র সিংহর পাস থেকে দুরন্ত গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন লেন। ৪২ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। তবে সেই সহজ সুযোগ নষ্ট করে এটিকে মোহবাগান। রয় কৃষ্ণের শট হাত দিয়ে রেহেনেশ বাঁচালেও সেটা গোলে ঢুকে যাচ্ছিল। তবে গোললাইন থেকে সেই বল ক্লিয়ার করে জামশেদপুর।


প্রথমার্ধের একেবারে শেষের দিকে পিটার হার্টলেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রয় কৃষ্ণ। হার্টলে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। রয় কৃষ্ণ সেই বল লক্ষ্য করে গোলের জন্য ঝাঁপিয়েছিলেন। তাতেই ফাউল করে বসেন। প্রথমার্ধ শেষ হয় জামশেদপুর এফ সি ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায়। এটিকে মোহনবাগান গোলশোধের চেষ্টা করলেও সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি তাদের।


৭৫ মিনিটে সবুজ-মেরুনের হুগো বৌমাস বল নিয়ে এগোচ্ছিলেন। তাঁকে ফাউল করেন প্রণয় হালদার। প্রণয়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বৌমাস। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। রেফারি অবশ্য দুই ফুটবলারকেই হলুদকার্ড দেখান।


৮৪ মিনিটে গ্রেগ স্টুয়ার্ডের জায়গায় নামেন অ্যালেক্স। মাঠ ছাড়ার আগে হলুদ কার্ড দেখেছিলেন স্টুয়ার্ড। হলুদ কার্ড দেখেন জামশেদপুরের গোলকিপার রেহেনেশও। স্টুয়ার্ডের জায়গায় মাঠে নেমে ২-০ করে ফেলেন অ্যালেক্সই। চাপ বাড়ে এটিকে মোহনবাগানের। যা শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি আন্তোনিওলোপেজ হাবাসের দল।


ম্যাচের ৮৯ মিনিটে আশুতোষ মেহেতার শট প্রীতম কোটালের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ধারাভাষ্যকারেরা বলেন, প্রীতমের পায়ে লাগার আগেই গোললাইন ক্রস করে গিয়েছিল বল। তাই গোলটা আশুতোষ মেহেতার। যে কারণে রেফারি অফসাইড বলে গোল বাতিল করেননি।