কলকাতা: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি। আইএসএলে (ISL) মুখোমুখি চিরপ্রদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohunbagan)। সেই ম্যাচে হতাশ করবেন না বলেই সমর্থকদের আশ্বাস দিলেন এটিকে মোহনবাগানের তারকা মিডফিল্ডার হুগো বুমোস।
মাঝে আর মাত্র দু’টি দিন। তার পরেই ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ম্যাচটি হতে চলেছে শহরে। এই ম্যাচের জন্য গত দু’সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে সবুজ-মেরুন শিবির। শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের মাঠে গিয়ে রীতিমতো দাপুটে জয় ছিনিয়ে আনার পরে যে তাঁদের শিবিরও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে, তাও জানাতে ভুললেন না এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার। এর সঙ্গে গত টানা ছয় ডার্বিতে জয়ের আত্মবিশ্বাস তো রয়েছেই। সব মিলিয়ে ডার্বির আগে কী অবস্থায় রয়েছে সবুজ-মেরুন শিবির, তা বুমোসের কথাতেই আন্দাজ করা যেতে পারে।
বুমোস বলেছেন, “কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ভাল ফলের পরে আমরা আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচটা বরাবরই অন্যান্য ম্যাচের থেকে আলাদা, স্পেশ্যাল। এ বার আমরা সমর্থকদের সামনে খেলব। ফলে ম্যাচটা খুবই উত্তেজনাপূর্ণ হবে মনে হচ্ছে। আমরা এই ম্যাচে ভাল খেলার জন্য তৈরি।”
আসন্ন ডার্বির সব টিকিট যে শেষ, কোনও টিকিটই যে পড়ে নেই, তা শুনে খুবই খুশি ও উত্তেজিত বুমোস বলেন, “ভরা গ্যালারির সামনে খেলা দারুন অভিজ্ঞতা। প্রচুর সমর্থক আসবেন গ্যালারিতে। তাদের খুশি করার জন্য আমাদের দারুন একটা ম্যাচ উপহার দিতেই হবে। শনিবার সল্টলেক স্টেডিয়ামে সবার সঙ্গে দেখা হবে এবং শুরু থেকে আমাদের সমর্থন করার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আশা করি, আমরা আপনাদের হতাশ করব না।”
ভরা গ্যালারিতে ডার্বির অভিজ্ঞতা অবশ্য তাঁর গত অগাস্টেই হয়েছে, ডুরান্ড কাপে। তার আগে টানা দু’বছর ফাঁকা গ্যালারির সামনেই ডার্বি খেলতে হয়েছে কলকাতার দুই প্রধানকে।
দর্শকহীন গ্যালারির সামনে ও ভরা গ্যালারির সামনে খেলার তফাৎ নিয়ে প্রশ্ন করা হলে বুমোস বলেন, “অনেক ফারাক রয়েছে। ফাঁকা গ্যালারির সামনে ডার্বির আসল অনুভূতি উপলব্ধি করা যায় না। কিন্তু গত অগাস্টে ডুরান্ড কাপে যে অভিজ্ঞতা হয়েছিল, তা এক কথায় অসাধারণ ও চিরস্মরণীয়। আমরা সে দিন নিজেদের সেরাটা দিতে না পারলেও জিতেছিলাম। এ বার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সমর্থকদের খুব ভাল মানের ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব।”
আরও পড়ুন: ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বড়সড় অঘটন আইরিশদের