কলকাতা: মাঝে মাত্র এক দিন। তারপরই ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পর্দা উঠবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই মুখোমুখি কেরল ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গল


আইএসএল শুরুর আগে কারা কেমন দল তৈরি করল, কারা এ বার ভাল খেলবে, কোন তারকা হয়ে উঠবেন সবচেয়ে উজ্জ্বল, কোন নতুন তারকার জন্ম হবে এ বারের লিগে, এই নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।


এবার বদলে যাচ্ছে আইএসএলের ফর্ম্যাট। লিগ টেবলে ছয় নম্বরে থাকা দলের সামনেও এ বার থেকে ফাইনালে ওঠার সুযোগ থাকছে। চারটি সেমিফাইনাল ও একটি ফাইনালের সঙ্গে দু’টি এলিমিনেটরও যুক্ত হচ্ছে। এই দুই এলিমিনেটরে খেলবে পাঁচ ও ছ’নম্বর দল। এর ফলে এ বার লিগপর্বে আরও জমে উঠবে লড়াই।


কিন্তু শেষ পর্যন্ত কী হবে? ভারতীয় ফুটবল কিংবদন্তি জো পল আনচেরি, ভারতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার অদিতি চৌহান, এটিকে এফসি ও কেরল ব্লাস্টার্সের প্রাক্তন খেলোয়াড় ড্যারেন ক্যালডেরা, হায়দরাবাদ এফসি-র প্রাক্তন কোচ ফিল ব্রাউন, বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন মিডফিল্ডার এরিক পার্তালু, এফসি পুনে সিটির প্রাক্তন কোচ প্রদ্যুম্ন রেড্ডি এবং আইএসএল বিশেষজ্ঞ পল মেসফিল্ড তাঁদের মতো করে বিশ্লেষণ করেছেন।


লিগ শিল্ড জেতার সম্ভাবনা কাদের? অদিতি চৌহান বেছে নিয়েছেন বেঙ্গালুরু এফসি-কে। ড্যারেন ক্যালডেরা বলছেন হায়দরাবাদ এফসি-র নাম। এরিক পার্তালু বলছেন, 'বেঙ্গালুরু এফসি।' জো পল আনচেরি বেছে নিয়েছেন কেরল ব্লাস্টার্সকে। পল ম্যাসফিল্ডও তাঁর সঙ্গে সহমত। ফিল ব্রাউন বেঙ্গালুরু এফসি-র নাম বলেছেন। আর প্রদ্যুম্ন রেড্ডি বেছে নিয়েছেন হায়দরাবাদ এফসি-কে।


এই তালিকায় বেঙ্গালুরু এফসি-ই সবার চেয়ে এগিয়ে। তিনজন বিশেষজ্ঞ তাদেরই লিগশিল্ডের দৌড়ে এগিয়ে রেখেছেন। গতবারের রানার্স-আপ কেরল ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি দু’টি করে ভোট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে কলকাতার কোনও ক্লাবকে এই দৌড়ে রাখতে চাননি কেউ।


চ্যাম্পিয়ন হবে কারা? অদিতি চৌহান বলছেন এটিকে মোহনবাগানের কথা। ড্যারেন ক্যালডেরা বেছে নিয়েছেন মুম্বই সিটি এফসি-কে। এরিক পার্তালুর মতে, চ্যাম্পিয়ন হবে মুম্বই সিটি এফসি। জো পল আনচেরি বেছে নিয়েছেন কেরল ব্লাস্টার্স এফসি-কে। পল ম্যাসফিল্ড বলছেন বেঙ্গালুরু এফসি-র কথা। ফিল ব্রাউন বেছে নিয়েছেন হায়দরাবাদ এফসি-কে। প্রদ্যুম্ন রেড্ডিও হায়দরাবাদ এফসি-কে বেছে নিয়েছেন।


গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি এফসি-কে দু’জন বিশেষজ্ঞ ফেভারিট বললেও বাকিরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা ক্লাবকে ফেভারিটদের তালিকায় রেখেছেন। সেই তালিকায় যেমন এটিকে মোহনবাগান রয়েছে, তেমনই রয়েছে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-ও।