কলকাতা: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হার দিয়ে এ বারের আইএসএল মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার (৯ অক্টোবর) প্রথমবার আইএসএলে (ISL 2022) ঘরের মাঠে সমর্থকদের সামনে এফসি গোয়ার বিরুদ্ধে (East Bengal vs FC Goa) ভাগ্য বদলের আশাতেই মাঠে নেমেছিল লাল হলুদ। তবে ৯০ মিনিটের লড়াই শেষে সেই হতাশাই জুটল। দ্বিতীয়ার্ধে দারুণ খেললেও এডু বেদিয়ার শেষ মুহূর্তের ফ্রি-কিকে খালি হাতেই মাঠ ছাড়ল স্টিভেন কনস্ট্যান্টাইনের দল।


প্রথমার্ধ


গত বছর চূড়ান্ত হতাশাজনক মরসুমেও এফসি গোয়াকে হারাতে সক্ষম হয়েছিল লাল হলুদ। তাই আশা ছিল এবারেও অতীতের ফলাফলে পুনরাবৃত্তি ঘটতে পারে। কিন্তু ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় পিছিয়ে পড়ে লাল হলুদ। গোয়ার তারকা ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। বাঁ দিকের উইং দিয়ে ওঠা আলভারো ভাজকেজের লম্বা ক্রস থেকে ব্র্যান্ডন গোলটি পাওয়ার আগে তাঁকে বাধা দিতে যান ইভান গঞ্জালেস। কিন্তু বাঁ পা দিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে তা মিস করেন তিনি। সেই বলই ঝাঁপিয়ে পড়া গোলকিপার কমলজিৎ সিংহের শরীরে ওপর দিয়ে চিপ করে জালে বল জড়িয়ে দেন ব্র্যান্ডন।


প্রথম গোলের মিনিটে আটেক পরেই আবারও এক গোল করার এক সুবর্ণ সুযোগ পেয়ে যান ব্র্যান্ডন। তবে এ যাত্রায় অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায় বল। অ্যালেক্স লিমা লাল হলুদের হয়ে গত ম্যাচে বেশ প্রভাবিত করেছিলেন। এদিন শুরুর দিকে হালকা চোট পাওয়ায় তাঁর ধার কিছুটা কমে যায়। দ্বিতীয়ার্ধে সিংহভাগ সময়ই গোয়া বল নিজেদের দখলে রাখে এবং একাধিক আক্রমণ গড়ে তোলে। তবে আর কোনও গোল পায়নি তারা। ইস্টবেঙ্গল কয়েকটি প্রতিআক্রমণ গড়ে তুললেও, তাদের তরফেও খুব বড় গোলের সুযোগ তৈরি করেননি কেউই। তবে ০-১ পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম নিয়ে মাঠে নামে লাল হলুদ।


ক্লেইটনের গোল


দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাঁ-দিকের উইংয়ে জেরি ভীষণই কার্যকর হয়ে উঠেন। সার্থক গোলুই ও মহেশ সিংহ মাঠে নামায় নিজেদের খেলার গতিও কিছুটা বাড়ায় লাল হলুদ। ভি পি সুহেরকেও বেশ শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে বেশ কয়েকটি ভাল দৌড় নিতে দেখা যায়। এই ইতিবাচক মনোভাব কাজেও লাগে। বাঁ-দিক থেকে জেরির বাড়ানো বল থেকেই সুহের পেনাল্টি বক্সে বল পায়ে পেয়ে যান। তবে তিনি শট নেওয়ার আগেই গোয়ার গোলরক্ষক ধীরজ তাঁকে ফাউল করে বসেন। পেনাল্টি পায় লাল হলুদ। ৬৪ মিনিটে সেই পেনাল্টি থেকেই অনবদ্য শটে গোল করে দলকে সমতায় ফেরান ক্লেইটন সিলভা (Cleiton Silva)। 


শেষ মুহূর্তে গোল 


এরপরে দুই দলই একের পর এক আক্রমণ গড়ে তোলে। জয়সূচক গোলের আশায় দুই দলই মরিয়া ছিল। গোয়ার হয়ে ভাজকেজ, বেদিয়ারা বেশ কয়েকটি গোলমুখী শট নেন। তবে দুই দলের রক্ষণ একের পর এক আক্রমণও প্রতিহত করতে থাকে। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর নিজেদের রক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ডান দিকের উইং থেকে বেদিয়ার লম্বা, হাওয়ায় ভাসানো ফ্রি কিক সোজা গোলে ঢুকে পড়ে। ৯৪ মিনিটে এই গোল খাওয়ার পর আর ম্যাচে ফিরে আসতে পারেনি লাল হলুদ। ফলে ১-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় গোলুইদের। ছয় ম্যাচ পরে যুবভারতীতে প্রথম জয় পেলেন গৌররা।


আরও পড়ুন: