ISL 2023-24: বিতর্কিত ম্যাচে একগুচ্ছ কার্ড, মুম্বইয়ের কাছে হেরেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মোহনবাগান কোচ ফেরান্দো

ABP Ananda Updated at: 21 Dec 2023 06:30 AM (IST)
Edited By: Rishav Roy

Mohun Bagan Super Giants: এ মরশুমে এই প্রথমবার পরাজিত হয়ে লিগ তালিকায় আপাতত তিন নম্বরেই রয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

পরাজয়ের মধ্যেও সুযোগ দেখছেন সবুজ মেরুন কোচ (ছবি: আইএসএল এক্স)

NEXT PREV

মুম্বই: বুধবার মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে যে শুধু হার মানতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant), তা নয়, তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কেও পরের ম্যাচের জন্য হারাতে হয়েছে তাদের। বিতর্কিত ম্যাচে মোট সাতটি লাল কার্ড দেখানো হয়  রক্ষণের দুই প্রথম দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তেকে এ দিন লাল কার্ড দেখতে হয়। ফলে পরের ম্যাচে তাঁদের পাওয়া যাবে না। এছাড়াও আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় লিস্টন কোলাসোকেও একই কারণে পরের ম্যাচে পাবে না মোহনবাগান। অথচ পরের ম্যাচ দু’দিন পরেই লিগ টেবলের শীর্ষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে।











এই নিয়ে সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গেলেও মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) কিন্তু খুব বেশি চিন্তিত নন। বুধবার রাতে মুম্বইয়ের কাছে ১-২-এ হারার পরে সাংবাদিকদের তিনি বলেন, 'ফুটবলে এ রকম হয়। তার সমাধানও বার করতে হয়। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতি নই আমি। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করেই ঘরের মাঠে খেলতে নামব।'


পরের ম্যাচের আগে একাধিক তারকা কার্ড সমস্যায় না থাকলেও, এর ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ফেরান্দো। সবুজ মেরুনের স্প্যানিশ কোচ বলেন, 'এখন আমাদের হাতে বেশি সময় নেই। যতটুকু সময় রয়েছে, ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনও বিকল্প নেই। লিস্টন, রাই, হেক্টরদের বাদ দিয়েই খেলতে হবে। পরিবর্ত খেলোয়াড়রা সুযোগ পাবে। এটা তাদের পক্ষে ভাল।'


বুধবার মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে জেসন কামিংসের গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি মোহনবাগান। ৪৪ মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরান গ্রেগ স্টুয়ার্ট এবং ৭৩ মিনিটে বিপিন সিংয়ের গোলে আইল্যান্ডাররা জয় সুনিশ্চিত করে। আটবারের মুখোমুখিতে এই নিয়ে সবুজ মেরুনের বিরুদ্ধে ছ’নম্বর জয়টি পেল সাগরপাড়ের দল।


চলতি লিগে এই প্রথম হারের মুখ দেখল মোহনবাগান এসজি। এর আগে টানা সাতটি ম্যাচে অপরাজিত (৬টি জয় ও ১টি ড্র) থাকার পরে আট নম্বর ম্যাচে হারল তারা। এই হারের ফলে লিগ টেবলে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরেই রয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। সমানসংখ্যক পয়েন্ট অর্জন করে চার নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি।


(তথ্য: আইএসএল মিডিয়া)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে











আরও পড়ুন: মেগা তারকাদের উপর নির্ভরশীলতা, ব্যাকআপের অভাব? আইপিএল ২০২৪-র জন্য কেমন দল গড়ল কেকেআর?

Published at: 21 Dec 2023 06:30 AM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.