এই নিয়ে সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গেলেও মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) কিন্তু খুব বেশি চিন্তিত নন। বুধবার রাতে মুম্বইয়ের কাছে ১-২-এ হারার পরে সাংবাদিকদের তিনি বলেন, 'ফুটবলে এ রকম হয়। তার সমাধানও বার করতে হয়। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতি নই আমি। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করেই ঘরের মাঠে খেলতে নামব।'
পরের ম্যাচের আগে একাধিক তারকা কার্ড সমস্যায় না থাকলেও, এর ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ফেরান্দো। সবুজ মেরুনের স্প্যানিশ কোচ বলেন, 'এখন আমাদের হাতে বেশি সময় নেই। যতটুকু সময় রয়েছে, ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনও বিকল্প নেই। লিস্টন, রাই, হেক্টরদের বাদ দিয়েই খেলতে হবে। পরিবর্ত খেলোয়াড়রা সুযোগ পাবে। এটা তাদের পক্ষে ভাল।'
বুধবার মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে জেসন কামিংসের গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি মোহনবাগান। ৪৪ মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরান গ্রেগ স্টুয়ার্ট এবং ৭৩ মিনিটে বিপিন সিংয়ের গোলে আইল্যান্ডাররা জয় সুনিশ্চিত করে। আটবারের মুখোমুখিতে এই নিয়ে সবুজ মেরুনের বিরুদ্ধে ছ’নম্বর জয়টি পেল সাগরপাড়ের দল।
চলতি লিগে এই প্রথম হারের মুখ দেখল মোহনবাগান এসজি। এর আগে টানা সাতটি ম্যাচে অপরাজিত (৬টি জয় ও ১টি ড্র) থাকার পরে আট নম্বর ম্যাচে হারল তারা। এই হারের ফলে লিগ টেবলে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরেই রয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। সমানসংখ্যক পয়েন্ট অর্জন করে চার নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে