কলকাতা: এ বারের লিগে বেশ কিছু এমন গোল দেখা গিয়েছে, যা ভোলার মতো নয়। সেই গোলগুলি যাঁরা করেছেন, তাঁরাও যথেষ্ট দক্ষ। তাঁরা যে শুধু গোল করেছেন, তা নয়, সতীর্থদের গোল করতে সাহায্যও করেছেন একাধিকবার। অর্থাৎ, দলের গোলে যাঁদের প্রত্যক্ষ অবদান সর্বাধিক, তাঁদের নিয়ে যদি কোনও তালিকা তৈরি করা যায়, তা হলে তা এরকম দাঁড়াতে পারে -


দিমিত্রিয়স দিয়ামান্তাকস, কেরালা ব্লাস্টার্স এফসি – ১৫ (গোল-১২ + অ্যাসিস্ট-৩)




গত মরশুমের সর্বোচ্চ গোলদাতার করা গোলের চেয়ে বেশি গোল ইতিমধ্যেই করে ফেলেছেন এই ব্লাস্টার্সের তারকা ফরোয়ার্ড। এখনও লিগ পর্বে তাদের তিনটি ম্যাচ খেলা বাকি। অর্থাৎ, তিনি আরও গোল করতে বা করাতে পারেন। মোট দশটি ম্যাচে এই ১৫টি গোলে অবদান রেখেছেন এই গ্রিক ফুটবলার। তিনবার জোড়া গোল করেছেন তিনি। চেন্নাইন  এফসি, এফসি গোয়া ও মোহনবাগান এসজি-র বিরুদ্ধে দুটি করে গোল করেন তিনি। 


রয় কৃষ্ণ, ওডিশা এফসি – ১২ (গোল-১২ + অ্যাসিস্ট- ১)



পাঁচ বছর আগে ২০১৯-এ এটিকে এফসি-তো যোগ দেওয়ার পর থেকে রয় কৃষ্ণ এ পর্যন্ত আইএসএলে ৫৪টি গোল করেছেন এবং লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিন নম্বরে চলে এসেছেন। ফিজির এই প্রাক্তন অলিম্পিয়ান নিজেকে ক্রমশ উন্নত করে তুলছেন এবং ওডিশা এফসি-তে সের্খিও লোবেরার প্রশিক্ষণে নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। একশোর ওপর আইএসএল ম্যাচ খেলা রয় চলতি লিগে এ পর্যন্ত ৩০টি গোলের সুযোগও তৈরি করেছেন।


মাদি তালাল, পাঞ্জাব এফসি (গোল-৪ + অ্যাসিস্ট-৮)



দলের প্রথম মরশুমেই দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন এই ফরাসি প্লেমেকার। শুরুর দিকে অতটা কার্যকরী ভূমিকা পালন করতে না পারলেও যত লিগ এগিয়েছে, ততই অসাধারণ বল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে নিজেকে নির্ভরযোগ্য করে তুলেছেন তালাল। তাই শুধু দলের নয় সারা লিগেও সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হয়ে উঠেছেন তিনি। আটটি অ্যাসিস্ট ছাড়াও চারটি গোল করেছেন তিনি। 


জেসন কামিংস, মোহনবাগান এসজি (গোল-৯ + অ্যাসিস্ট-২)



মোহনবাগানের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের প্রশিক্ষণে দুরন্ত ফর্মে রয়েছেন। মেরিনারদের গোলদাতাদের তালিকায় এখন এক নম্বরে রয়েছেন কামিংস। পিছনে ফেলে দিয়েছেন সবুজ-মেরুন জনতার নয়নের মণি ও তাঁরই স্বদেশীয় দিমিত্রিয়স পেট্রাটসকে। 


দিমিত্রিয়স পেত্রোতস, মোহনবাগান এসজি (গোল-৮, অ্যাসিস্ট-৩)



 গতবার দলের দুঃসময়ে তিনিই হয়ে উঠেছিলেন ত্রাতা। এ বাও কম সাহায্য করেননি তিনি। প্রচণ্ড গোলের খিদে তাঁকে দলের অন্যতম সেরা অ্যাটাকার করে তুলেছে। ১১টি গোলে প্রত্যক্ষ অবদান তো রেখেছেনই, এ ছাড়াও সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন যাঁরা, তাঁদের তালিকায় তিন নম্বরে রয়েছেন পেত্রাতস। 

                                                                                                                                                                              তথ্য সংগ্রহ: আইএসএল