ভুবনেশ্বর: জয় দিয়ে এবারের আইএসএলে অভিযান শুরু করল ওড়িশা এফসি (Odisha FC)। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল সের্জিও লোবেরোর (Serjio Lobero) দল। ২০১৭ সালের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের বিরুদ্ধে নেমেছিল ওড়িশা (Odisha FC)। এই ম্যাচের আগে পর্যন্ত ওড়িশা ও চেন্নাই মোট ১৮ বার মুখোমুখি হয়েছিল। সর্বাধিক ৭ বা জয় ছিনিয়ে নিয়েছিল ওড়িশাই। এদিনের ম্যাচেও মোট ৫৭ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল লোবেরোর দল। ৪২ শতাংশ বল পজিশন রেখেছিল চেন্নাই। 


খেলার ৫ মিনিটের মাথায় রয় কৃষ্ণ ফ্রি কিক থেকে শট নিলেও তা থেকে কোনও গোল হয়নি। এর পরের মিনিটেই অ্যামি রানাওয়াডেকে হলুদ কার্ড দেখান রেফারি খারাপ ফাউল করার জন্য়। প্রথমার্ধের ৪৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন ওড়িশা। জেরি মাইহিংথাঙ্গা গোল করেন ওড়িশার হয়ে। অ্যামি রানাওয়াডের পাস থেকে গোল করেন তিনি। বাঁদিকের কর্নার থেকে শটে গোল করেন জেরি। প্রথমার্ধে আর কোনও দল কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় দিয়েগো মৌরিচিও গোল করে ওড়িশার ব্যবধান বাড়ান। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি।


এদিকে এদিন খেলার আগে ঝড়বৃষ্টির জন্য দেরিতে কিক অফ হয়। যার জন্যই আইএসএলে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচের সময় পিছিয়ে গেল। যুবভারতী স্টেডিয়ামে এবারের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে হুয়ান ফেরান্দোর দল। নির্ধারিত সময় ছিল ম্যাচ শুরুর রাত ৮টা। তবে পিছিয়ে গিয়েছে সেই ম্য়াচের সময়। ৮.৩৫ এ ম্যাচ শুরু হয়েছে। আগে ম্য়াচটি দেরিতে শেষ হওয়ায় এবারের ম্যাচের সময় পিছিয়ে গিয়েছে। 


ওড়িশা এফসি ও চেন্নাইয়ের ম্যাচটি ছিল এই ম্যাচের আগে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই ম্যাচটি শুরু হতে দেরি হয়। ব্রডকাস্টিং ইস্যুর জন্যই মূলত এই ম্যাচ পিছিয়ে গেল। শেষ পর্যন্ত ৩৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়।  ডুরান্ড কাপ খেতাব ঘরে তুলেছে দল এই মরসুমে। আগামীকাল থেকে আইএসএলে নিজেদের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট । গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল। চলতি মরসুমেও দল দুর্দান্ত ছন্দে রয়েছে। এএফসি কাপেও দারুণ খেলছে দল। ঘরের মাঠে আগামীকালের প্রতিপক্ষও আইএসএলে একেবারে আনকোড়া পাঞ্জাব এফসি।