কলকাতা: শনিবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে তাদের গোলশূন্য ড্র-কে যে ভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন ইস্টবেঙ্গল এফসি-র স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত, সেই একই দৃষ্টিভঙ্গি দিয়ে এই ম্যাচের ফল দেখছেন লাল-হলুদ বাহিনীর তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা। তাঁর মতে, এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা একটা ইতিবাচক ঘটনা এবং সে জন্যই এই ফল তাদের হতাশ করেনি।


শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে লাল-হলুদ বাহিনী ও পাঞ্জাব এফসি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় লিগ টেবলে প্রথম ছয়ে চলে আসে ইস্টবেঙ্গল। তাদের ও নর্থইস্টের অর্জিত পয়েন্ট (৯) সমান হলেও গোলপার্থক্যে একধাপ এগিয়ে যায় তারা।

গোলশূন্য ড্র হলেও এই এক পয়েন্টকেই যে বেশি গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ শিবির, তা ক্লেটনের কথাতেই স্পষ্ট। শনিবার ম্যাচের পর indiansuperleague.com কে তিনি বলেন, “ক্লিন শিট রাখতে পারাটা তো খুবই ভাল। ভাল খেলেছি আমরা। প্রচুর লড়াই করেছি। এই ধরনের ম্যাচগুলো খুব কঠিন হয়। সবচেয়ে ইতিবাচক ব্যাপার হল, আমরা কোনও গোল খাইনি এবং প্রথম ছয়ে চলে এসেছি। এই মরশুমে এটাই তো আমাদের লক্ষ্য। তাই এই ম্যাচে আমাদের খুব একটা খারাপ কিছু হয়নি।"

এই বিষয়ে তিনি আরও বলেন, "আমাদের ইতিবাচক হওয়া উচিত। পাঞ্জাবের বিরুদ্ধে আমরা এক পয়েন্ট পেয়েছি। শেষ তিন ম্যাচে কিন্তু আমরা অপরাজিত রয়েছি। লিগ টেবলে প্রথম ছয়ে চলে এসেছি। এটাই বড় কথা। পরের ম্যাচ আমাদের কাছে কঠিন হবে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে হবে আমাদের। দেখা যাক কী হয়।"


আসলে আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০-য় জিতেছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, পাঞ্জাব এফসি ৩-১ গোলে এগিয়ে থাকার পর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৩ ড্র করে। ফলে আশা করা হয়েছিল, এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তা হয় বটে, কিন্তু তাতে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। যে ম্যাচ থেকে তিন পয়েন্ট আশা করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েও তেমন আক্ষেপ করতে শোনা যায়নি কোচকে। উল্টে দলের ছেলেদের প্রশংসা করেন তিনি।

তবে ক্লেটন একটি বাস্তব সত্যি অবশ্যই স্বীকার করে নেন এবং তা হল, “আমরা এই ম্যাচে তেমন কোনও ভাল সুযোগ তৈরি করতে পারিনি। কয়েকটা ক্রস তুলেছিলাম, বিপক্ষের কাছে বিপজ্জনকও হয়ে উঠেছি। কিন্তু সত্যি বলতে বিষ্ণুর তৈরি সুযোগটা ছাড়া আর কোনও সত্যিকারের ভাল সুযোগ আমরা তৈরি করতে পারিনি। বিষ্ণু (পুথিয়া) বক্সের মধ্যে খুবই ভাল খেলেছে”।

এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার হুয়ান মেরা খেলেন। ক্লাব ছাড়ার পরে এই প্রথম তিনি লাল-হলুদ বাহিনীর মুখোমুখি হলেন এবং যথেষ্ট ভাল পারফরম্যান্সও দেখান তিনি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় তাঁর দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। শনিবারের ম্যাচে সেটিই ছিল পাঞ্জাব এফসি-র সবচেয়ে ভাল সুযোগ। ম্যাচের পরে কিছুটা আবেগপ্রবণই হয়ে পড়েছিলেন মেরা। ভারতে তাঁর প্রথম ক্লাবের সমর্থকদের যে এখনও ভালবাসেন তিনি, তাও জানান