কলকাতা: ডার্বি জয়ের উৎসব পুরোপুরি শেষ করার আগেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supergiant) সামনে আরও এক কঠিন প্রতিপক্ষ হাজির, কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। লিগ টেবলের অবস্থানের দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের চেয়ে বেশি শক্তিশালী তারা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ইস্টবেঙ্গলের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে প্রীতম কোটালের দল। লাল-হলুদ বাহিনীর মতো তারাও গত পাঁচটি ম্যাচের মধ্যে একটিমাত্র জয় পেয়েছে। বাকি চারটিতেই হেরেছে।


তবে এটা যেহেতু ইন্ডিয়ান সুপার লিগ এবং এখানে যেহেতু যে কোনও দলই যে কোনও ম্যাচে যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে, সে এক নম্বরই হোক বা পাঁচ বা দশ, তাই এই লিগে কোনও দলকেই দুর্বল মনে করার মতো বড় ভুল আর কিছুই হতে পারে না। আর কেরালা ব্লাস্টার্সকে কম গুরুত্ব দিলে তা হয়ে উঠতে পারে চরম সর্বনাশের কারণ।


এ পর্যন্ত ১৭টি ম্যাচের মধ্যে ন’টিতে জিতে ও দু’টিতে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে ব্লাস্টার্স রয়েছে ১৭ নম্বরে। মোহনবাগান এসজি-র মতো তাদেরও এখনও পাঁচটি ম্যাচ বাকি। প্লে অফে জায়গা সুনিশ্চিত করার জন্য এই পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট পেতে হবে তাদের। গত মাসের শেষ সপ্তাহে এফসি গোয়াকে ঘরের মাঠে যে ভাবে ৪-২-এ হারায় তারা, যে ভাবে ম্যাচের শেষ দিকে মাত্র আট মিনিটের মধ্যে তিন-তিনটি গোল করে প্রতিপক্ষের মুখ থেকে গ্রাস কেড়ে নেয়, তার পরে এটা নিশ্চিত যে, কেরালা ব্লাস্টার্সের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয়।


যে রকম ফর্মে রয়েছেন তাদের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস, তা যে কোনও প্রতিপক্ষকেই চিন্তায় রাখতে পারে। ১৪টি ম্যাচ খেলে দশ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার। গোয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। চলতি লিগে দলের গত এক ডজন ম্যাচের মধ্যে আটটিতেই গোল পেয়েছেন। এর মধ্যে তিনটি ম্যাচে কোনও গোল পায়নি ব্লাস্টার্স। দিয়ামান্তাকসের গতি, ক্ষিপ্রতা, প্রতিপক্ষের গোলের সামনে তাঁর সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার প্রবণতা ও সুযোগসন্ধানী ভূমিকা নিয়ে আলাদা করে ভাবতেই হবে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। তাঁকে আটকাতে না পারলে বিপদ বাড়বে বই কমবে না।                                                                                                                 তথ্য় সংগ্রহ: আইএসএল


আরও পড়ুন: কোচি সমর্থকদের গ্যালারিতে চিৎকার, আগামীকাল চাপ বাড়বে বাগানের? কী বলছেন হাবাস?