কলকাতা: আজ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং ওড়িশা এফসি। এটাই এবারের ভারতীয় ফুটবল মরসুমের শেষ ম্যাচ। অবশ্য হতাশাজনক আইএসএল মরসুমের পর ইস্টবেঙ্গল (East Bengal) সুপার কাপের গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে পৌঁছতে না পারায়, তাদের মরসুম আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার মরসুম শেষে ইস্টবেঙ্গলের তরফে দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে (Stephen Constantine) ছেঁটে ফেলার সিদ্ধান্তও জানিয়ে দেওয়া হল।


ইস্টবেঙ্গল ক্লাবের তরফে একটি বিবৃতিতে কনস্ট্যান্টাইনকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, 'আমরা গত মরসুমে কোচ হিসাবে দলের দায়িত্ব সামলানোর জন্য স্টিফেন কনস্ট্যান্টাইনকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে বেশ কিছু ভাল মুহূর্ত কাটিয়েছি এবং লাল-হলুদ পরিবারের তরফে ওঁর ভবিষ্যতের জন্য অনের শুভকামনা রইল।'


 






ইস্টবেঙ্গলে সলমন খান


০২০ সালে ইস্টবেঙ্গলের শতবর্ষ পূরণ করেছিল। তবে করোনাকালে তেমনভাবে বড় করে শতবর্ষ উদযাপন করতে পারেনি লাল হলুদ। তাই শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া এখনও অব্যাহত। সেই শতবর্ষ উৎসব উপলক্ষ্যেই এবার ইস্টবেঙ্গলে আসতে পারেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। ময়দানে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে।


সলমনের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে বলেই শোনা যাচ্ছে। এখনও পাকাপাকিভাবেই কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৩ মে লাল হলুদ তাঁবুতে সলমান খান আসতে পারেন। করোনাকালে যেহেতু তেমনভাবে উৎসব করা সম্ভব হয়নি, সেই কারণেই দলের সমর্থকদের সঙ্গে শতবর্ষ পূরণ করার আনন্দ ভাগ করে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। এই কারণেই সলমান খানকে ক্লাব তাঁবুতে আনায় উদ্যোগী লাল হলুদ কর্তৃপক্ষ।


প্রসঙ্গত, এ মরসুমের আইএসএলে গত দুই বারের তুলনায় অধিক ম্যাচ জিতলেও লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গল। দলের পারফরম্যান্স সমর্থকদের হতাশই করেছিল বটে। তবে আসন্ন মরসুমে শক্তিশালী দল গড়ে খেতাবের জন্য চ্যালেঞ্জ জানাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। তাই ইতিমধ্যেই দলগঠনের জন্য ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছে লাল হলুদ। স্টিফেন কনস্ট্যান্টাইন প্রত্যাশিত ফলাফল দিতে না পারায়, তাঁকে কোচের পদ থেকে ছেঁটে ফেলা হল।


আরও পড়ুন: সচিনের জন্মদিনে বিশেষ সম্মান, শারজায় উদ্বোধন হল তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ড