আমদাবাদ: জাতীয় দলের সতীর্থ ২ জনে। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওপেনিং জুটি হিসেবে মাঠে নামবে কয়েক দিন পরেই। কিন্তু আজ তারা পরস্পর প্রতিপক্ষ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মা ও শুভমন গিলকে দেখে যদিও মনে হবে না যে আর কিছুক্ষণ পরেই তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছেন। 


মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?


এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে ১ বারই আমনে সামনে হয়েছে ২ দল। গত বছর ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই সাক্ষাতে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। আমদাবাদের আজ ঘরের মাঠে অবশ্য গুজরাত খেলতে নামবে। প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এখও পর্যন্ত গুজরাত শিবির ৪ ম্যাচ খেলেছে। তার মধ্যে ২ ম্যাচ জিতেছে ও ২ ম্যাচ হেরেছে হার্দিক পাণ্ড্যর দল। আমদাবাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত শিবির। 


২ দলের মুখোমুখি সাক্ষাতে সর্বাধিক রানের মালিক গুজরাত টাইটান্সের ঋদ্ধিমান সাহা। তিনি মোট ৫৫ রান করেছেন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ৫২ রান করেছেন। মুম্বইয়ের ঈশান কিষাণ ৪৫ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। বোলারদের তালিকায় সবার ওপরে মুরুগান অশ্বিন ২ উইকেট পেয়ে সবার ওপরে। এরপর রশিদ খান ও কায়রন পোলার্ড রয়েছেন তালিকায়। 


জাতীয় দলে প্রত্যাবর্তন রাহানের


বড় মঞ্চে মেগা ডুয়েলের জন্য ফের একবার দুরন্তভাবে দলে ফিরলেন তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC World Test Championship 2023 Final) জন্য ভারতীয় স্কোয়াডে ফিরলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। মাঝে প্রায় দেড় বছর ভারতীয় দলের বাইরে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ২০২২ সালে জানুয়ারিতে শেষবার ভারতের হয়ে কোনও টেস্ট খেলতে নেমেছিলেন জিঙ্ক্স।


কিন্তু ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের সর্বসেরা হওয়ার কঠিন লড়াইয়ের মঞ্চে রাহানের ওপরই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি আস্থা রাখা হয়েছে কেএল রাহুলের (KL Rahul) ওপরেও। যদিও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে স্থান হয়নি সূর্য-র। এই মুহূর্তে ফর্মের দিক থেকে খুব একটা ভাল জায়গায় নেই সূর্য। অপরদিকে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে আগুন ছোটাচ্ছেন রাহানে। প্রসঙ্গত, আইপিএলে দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনের মঞ্চে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে প্রশ্নে রাহানের উত্তর ছিল, 'মাঝে এখনও অনেকটা সময় বাকি।'