গোয়া: আইএসএলের খেতাবি লড়াইয়ে (ISL Final) আজ মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Bengaluru FC)। টুর্নামেন্টের 'বিজনেস এন্ডে' দুই দলই দারুণ ফর্মে রয়েছে। এক হাড্ডাহাড্ডি ফাইনালের প্রতীক্ষায় রয়েছেন দর্শকরা। বেঙ্গালুুরু অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) মতে বিগত দশকে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগানের দ্বৈরথ সর্বসেরা।


সেরা দ্বৈরথ


ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সুনীল ছেত্রী বলেন, 'অন্য কোনও ক্লাবকে ছোট না করেই বলছি, আমার মনে হয় বিগত ১০ বছরে এটাই ভারতীয় ফুটবলের সেরা দ্বৈরথ। ওদের সঙ্গে আমাদের ম্যাচগুলিতে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়। নিরপেক্ষ দর্শকরা কিন্তু এটাকেই ১০ বছরের সেরা দ্বৈরথ বলবে। তবে সবকিছু বাদ দিয়ে বলব আমরা কিন্তু বর্তমানে পুরোপুরিভাবে ফাইনালেই মনোনিয়োগ করেছি এবং যতটা সম্ভব সাধারণ থাকার চেষ্টা করছি।'


মরসুম শুরুর দিকে ডুরান্ড কাপ জিতলেও বেঙ্গালুরু কিন্তু আইএসএলের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। একসময় লিগ তালিকায় ১০ নম্বরে নেমে গিয়েছিল বেঙ্গালুরু। তবে টুর্নামেন্টের শেষের দিকে দুরন্ত ফর্ম দেখিয়ে একেবারে ফাইনালে নিজেদের জায়াগা পাকা করে নিয়েছেন সুনীলরা। কোনও রাখঢাক না করেই সুনীল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে এমন রদবদল যে আদৌ সম্ভব হবে, সেটা তাঁরা নিজেরাও কল্পনা করতে পারেননি।


কঠিন লড়াই


'এই রদবদল হতে পারে, এটা সত্যি বলতে আমরা নিজেরাও পুরোপুরিভাবে বিশ্বাস করিনি। তবে হ্যাঁ এই বিশ্বাসটা ছিল যে আমরা যদি একজোট হয়ে লড়াই করি, প্রতিটি ম্যাচে যদি নিজেদের সর্বস্বটা উজাড় করে দিতে পারি, তাহলে কিছু না কিছু করতে সক্ষম হবই। আমাদের কোয়ালিফাই করতে হল অন্তত ছয়টি জয় এবং একটি ড্রয়ের প্রয়োজন ছিল। কাজটা ভীষণই কঠিন ছিল। তাই নর্থইস্ট বা জামশেদপুর, ওড়িশার বিরুদ্ধে ম্যাচগুলির পরেও আমরা নিশ্চিত ছিলাম না। তবে এটুকু বিশ্বাস ছিল যে আমরা যদি একটা একটা করে ম্যাচ জিততে থাকি, তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে পারব।' বলেন ভারতীয় তারকা ফুটবলার।


ইতিহাস সবুজ মেরুনের পক্ষে


গোয়ায় গত দুই বছর জৈব বলয়ের ঘেরাটোপে গোয়াতেই সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। তাই ফতোরদা স্টেডিয়াম কিন্তু দুই দলের কাছেই বেশ পরিচতি। এই মাঠে এটিকে মোহনবাগানের রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। ফতোরদায় ২৯টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। অপরদিকে, ইতিহাস কিন্তু একেবারেই বেঙ্গালুরুর পক্ষে নয়। এই মাঠে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। তবে ফুটবলে ইতিহাস, রেকর্ডের গুরুত্ব খুবই কম।


আরও পড়ুন: ফাইনালে বেঙ্গালুরু-এটিকে মোহনবাগান দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে?