মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: কুয়ো থেকে উদ্ধার মহিলার দেহ পশ্চিম বর্ধমানে (West Burdwan)। অন্ডালের মুকুন্দপুর এলাকার কুয়ো থেকে মহিলার দেহ (Dead Boy) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি, খবর দেওয়া হয় অন্ডাল থানায়। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ (Police)।
শনিবার সকালে অন্ডালের মুকুন্দপুর এলাকার একটা কুয়ো থেকে উদ্ধার হয়েছে হয়রানি বাউরী নামে বছর ৫৫ এক মহিলার দেহ। স্থানীয় লোকেরাই প্রথমে জল আনতে এসে বিষয়টি লক্ষ্য করেন খবর দেওয়া হয় তার বাড়ির লোকেদের। পাশাপাশি খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে । মৃতা হয়রানি বাউরির ভাইপো অক্ষয় বাউড়ি জানান, মৃত মহিলা সম্পর্কে তার মাসি। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন দীর্ঘদিন ধরে আর তার চিকিৎসার জন্যই তাকে এখানে এনে রাখা হয়েছিল।
মাঝেমধ্যেই তিনি কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন, জানান অক্ষয়বাবু । তিনি বলেন, গতকাল রাত্রে কখন সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তারা কেউ জানেন না, পাড়ার লোকেরাই তাদের খবর দেয় ঘটনার বিষয়ে । ঘটনাস্থলে এসে তারা দেখেন তাদের মাসির দেহ পড়ে রয়েছে কুয়োতে। মৃতদেহ উদ্ধার করার জন্য আনা হয় দমকল বাহিনীকে । দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে কুয়ো থেকে। মৃতদেহ উদ্ধার করার পর অন্ডাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় মৃতদেহ । সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
আরও পড়ুন, DA ধর্নামঞ্চে অসুস্থ আরও ১ অনশনকারী, নেওয়া হল হাসপাতালে
গত বছরের শুরুতেও এমনই অনেকটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা। শহরের ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে জলাভূমিতে (Water Body) মহিলার দেহ (Dead Body of A Woman) উদ্ধার। প্রগতি ময়দান থানা (Pragati Maidan Police Station) এলাকায় ওই মহিলার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছিল। ধাপার কাছে জলে ভাসা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছিল। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ওই মহিলার দেহ। রাস্তা থেকে কিছুটা দূরেই জলাশয়ে কচুচিপানার মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। জানা যায়, ওই মহিলার বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়।