কলকাতা: শেষ মুহূর্তের গোল আইএসএলের ইতিহাসে আগেও একাধিকবার হয়েছে। চলতি মরশুমেই এমন হয়েছে। ইসবসনেরই সতীর্থ আশির আখতার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১০০তম মিনিটে গোল করেন। যদিও সেই ম্যাচে ম্যাচের ছবি পাল্টে যায়নি।


ফুটবল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে ম্যাচ জেতানো বা হারের হাত থেকে বাঁচানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই রকম ঘটনা মাঝে মাঝে দেখা যায়। অনেক দিন পরে পরেই ঘটে এমন ঘটনা। তাই এমন ঘটনাকে ফুটবলের বিরল ঘটনাই বলা হয়।


ইন্ডিয়ান সুপার লিগেও শেষ মুহূর্তের গোলে ছবি বদলেছে অনেক বারই। গত বৃহস্পতিবার যেমন নর্থইস্ট ইউনাইটেডের ইবসন মেলো জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৯৮তম মিনিটে গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন। জামশেদপুর এফসি ৯৪ মিনিট পর্যন্ত ১-০-য় এগিয়ে ছিল। জয় প্রায় তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। কিন্তু ৯৪ মিনিটের মাথায় মিচেল জাবাকোর গোলে সমতা আনে নর্থইস্ট। কিন্তু ৯৮ মিনিটের মাথায় যে ভাবে গোল করে দলকে জয়ের মুখ দেখান ইবসন, তা অভাবনীয়।


এমন অভাবনীয় শেষ মুহূর্তের গোল এর আগেও একাধিকবার হয়েছে আইএসএলের ইতিহাসে। চলতি মরশুমেই এমন হয়েছে। ইসবসনেরই সতীর্থ আশির আখতার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১০০তম মিনিটে গোল করেন। যদিও সেই ম্যাচে ম্যাচের ছবি পাল্টে যায়নি। নর্থইস্ট এমনিতেই ২-০-য় জিতছিল। আশিরের গোলে ব্যবধান বাড়ে মাত্র। কিন্তু আইএসএলের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সবচেয়ে দেরীতে হওয়া গোল।


এ রকম সবচেয়ে দেরীতে হওয়া দশটি গোলের তালিকা তৈরি করা গেলে সবার ওপরে যেমন থাকবে আশিরের গোলটি, তেমনই দ্বিতীয় স্থানে থাকবে কেরালা ব্লাস্টার্সের সি বিনীতের ৯৯ মিনিটের মাথায় হওয়া গোল, যার জেরে কেরালা ব্লাস্টার্স হারিয়েছিল এফসি গোয়াকে। তিন নম্বরে থাকবে ইবসনের সাম্প্রতিক গোলটি।


কলকাতার ফুটবলপ্রেমীদের হয়তো মনে থাকবে গত মরশুমে তৎকালীন এটিকে মোহনবাগানের জনি কাউকো এমনই এক গোল করে করেছিলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই গোলটি ছিল ৯৭তম মিনিটে। সেই গোলে জয় এনে দিতে না পারলেও কাউকো দলকে এক পয়েন্ট এনে দেন। আর ব্লাস্টার্সের ২-১-এ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।


ঠিক কী ঘটেছিল? সেই ম্যাচে স্টপেজ টাইমের সাত মিনিটে উত্তেজনার পারদ চরমে ওঠে। ভাস্কেজের ক্রস থেকে ভিনসি ব্যারেটো গোলে শট নিলে তা পোস্টে লেগে ফিরে আসে। সন্দেশ ঝিঙ্গনের গোলমুখী হেড আটকে দেন ব্লাস্টার্সের গোলকিপার। প্রবীর দাসকে জার্সি ধরে টেনে মাটিতে ফেলে দেন আদ্রিয়ান লুনা। কিন্তু লাল কার্ড দেখতে হয় প্রবীরকেই। প্রবীর অবশ্য আগ্রাসী প্রতিক্রিয়া দেখান। রেফারির আচমকা সিদ্ধান্তে দশ জন হয়ে যাওয়ার পর যেন হঠাৎ জ্বলে ওঠে এটিকে মোহনবাগান এবং ঠিক তখনই অভাবনীয় গোলটি করে বিপক্ষের দুই পয়েন্ট ছিনিয়ে নেন কাউকো। হুগো বুমৌস গোলটি প্রায় সাজিয়ে দেন কাউকোর পায়ে। বক্সের মাথা থেকে তা সোজা গোলে মারেন ফিনল্যান্ডের মিডফিল্ডার। গোলকিপার প্রভসুখন গিল (যিনি এ বার ইস্টবেঙ্গলের গোলকিপার) বাঁ দিকে ঝাঁপিয়ে বলে আঙুল ছোঁয়ালেও তা আটকাতে পারেননি।


২০১৯-২০ মরশুমে এমনই আর এক গোল করেছিলেন এটিকে-র রয় কৃষ্ণা। সেটি ছিল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ। যুবভারতী শেষ মুহূর্ত পর্যন্ত মুম্বইয়ের দল এগিয়ে ছিল ২-১-এ। স্টপেজ টাইমেই কেভিন সার্জ গোল করে মুম্বইকে জয়ের রাস্তা দেখিয়ে দেন। এর পরেও যে সমতা আনতে পারে এটিকে তা বোধহয় কেউই ভাবতে পারেননি গ্যালারিতে। ঘরমুখী, হতাশ জনতাকে ফিরিয়ে আনে রয় কৃষ্ণার গোল। মুম্বই ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে শরীরের এক মোচড়ে  গোল দেন ফিজির এই গোলমেশিন। তাতেই প্রায় খোয়া যাওয়া এক পয়েন্ট ফিরে পায় এটিকে। 


সবচেয়ে দেরীতে দেওয়া দশটি গোলের যদি কোনও তালিকা তৈরি করা হয়, তা হলে তা কী দাঁড়াবে, তা নীচে দেওয়া হল। একবার চোখ বুলিয়ে নিন। পারলে রেখেও দিতে পারেন।


 


তারিখ           গোলের সময়            গোলদাতা                    দল                                   প্রতিপক্ষ              


২৯-৯-২৩          ৯৯.১২             আশির আখতার      নর্থইস্ট ইউনাইটেড        চেন্নাইন এফসি           


৮-১১-১৬           ৯৮.২৪                 সি বিনীত            কেরালা ব্লাস্টার্স                       এফসি গোয়া            


২৬-১০-২৩         ৯৮.০২              ইবসন মেলো        নর্থইস্ট ইউনাইটেড         জামশেদপুর এফসি      


১৪-১০-১৫          ৯৭.৩১                 কালু উচে                পুণে সিটি                             ওডিশা এফসি           


১৪-০১-১৮          ৯৭.২১            গুইয়ন ফার্নান্ডেজ       ওডিশা এফসি             বেঙ্গালুরু এফসি       


১৪-১০-১৫          ৯৬.৩২              রিচার্ড গাজে            ওডিশা এফসি                 পুণে সিটি           


১৯-০২-২২         ৯৬.১৯              জনি কাউকো       এটিকে মোহনবাগান        কেরালা ব্লাস্টার্স        


২৬-১১-১৬         ৯৬.০০              শৌভিক ঘোষ         নর্থইস্ট ইউনাইটেড        চেন্নাইন এফসি       


২৫-১১-১৯          ৯৫.৫২           নেরিউস ভাল্সকিস      চেন্নাইন এফসি           হায়দরাবাদ এএফসি   


১৪-১২-১৭           ৯৫.৪৫              সুনীল ছেত্রী            বেঙ্গালুরু এফসি              পুণে সিটি              


৩০-১১-১৯          ৯৫.৪৫                 রয় কৃষ্ণা              এটিকে এফসি                মুম্বই সিটি এফসি