বাম্বোলিম: দলের সেরা অস্ত্র রয় কৃষ্ণকে (Roy Krishna) ছাড়াই চলতি ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) (Indian Super League) পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-কে (Hyderabad FC) ২-১ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC)। আজ সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে গোল করেন লিস্টন কোলাসো (Liston Colaco) ও মনবীর সিংহ (Manvir Singh)। হায়দরাবাদের হয়ে একটি গোল শোধ করেন জোয়েল চায়ানিজ (Joel Chianese)। শেষদিকে গোল শোধের অনেক চেষ্টা করে হায়দরাবাদ। তবে সবুজ-মেরুন রক্ষণে আর তাদের পক্ষে ফাটল ধরানো সম্ভব হয়নি। এই জয়ের ফলে ১৩ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট হল ২৩। অন্যদিকে, শীর্ষে থাকা হায়দরাবাদের পয়েন্ট থাকল ১৫ ম্যাচে ২৬।
চোটের জন্য আজকেও রয় কৃষ্ণকে পায়নি এটিকে মোহনবাগান। প্রথম একাদশে ছিলেন অমরিন্দর সিংহ, তিরি, শুভাশিস বসু, প্রীতম কোটাল, প্রবীর দাস, কার্ল ম্যাকহিউ, লেনি রডরিগেজ, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস, মনবীর সিংহ ও লিস্টন কোলাসো। ম্যাচের ১২ মিনিটেই প্রথম হলুদ কার্ড দেখেন প্রবীর দাস। ৩৩ মিনিটে ম্যাচের প্রথম পরিবর্তন করে সবুজ-মেরুন ব্রিগেড। দলের অন্যতম সেরা অস্ত্র হুগো বুমোসকে তুলে ইউরো কাপে খেলা জনি কাউকোকে মাঠ আনেন সবুজ-মেরুন কোচ। ৩৮ মিনিটে দ্বিতীয় পরিবর্তন হয়। ম্যাকহিউয়ের বদলে মাঠে আনা হয় কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরি। প্রথমার্ধে অবশ্য কোনও দলই গোল করতে পারেনি।
বিরতির পর খেলার রং বদলে যায়। ৫৬ মিনিটে প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান মনবীর সিংহ। দু’গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য এক গোল হজম করতে হয় সবুজ-মেরুন ব্রিগেডকে। ৬৭ মিনিটে হায়দরাবাদের হয়ে ব্যবধান কমান জোয়েল চায়ানিজ। এরপর অবশ্য আর গোল হয়নি।
শনিবার, ১২ ফেব্রুয়ারি পরের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিততে পারলে লিস্টন, মনবীররা প্লে-অফের দিকে অনেকটা এগিয়ে যাবেন। তবে প্লে-অফ নিশ্চিত করতে হলে তাঁদের আরও কয়েকটি ম্যাচ জিততে হবে। রয় কৃষ্ণ দলে ফিরলে কাজটা সহজ হতে পারে।