কলকাতা: রাজ্যে দৈনিক করোনা পরিসংখ্যানে (WB Daily COVID Update) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ (COVID-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৩৬ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন মানুষ (WB Total COVID Cases)। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৯।


মঙ্গলবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department Bulletin) যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে (Daily COVID DEaths)। গত কাল এই সংখ্যা ছিল ২৯। তবে এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ (Recovery Rate)। ১.০৪ শতাংশে দাঁড়িয়ে মৃত্যুর হার। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২০ হাজার ৮৮৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।


গত রবি এবং সোমবার প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় এ দিনের পরিসংখ্যানে করোনা পরীক্ষা (COVID Test) বেড়েছে বলেই দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ টি নমুনার মধ্যে প্রতি দিন যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই বলা হয় দৈনিক সংক্রমণের হার। রাজ্যে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ১.৮৭ শতাংশ।


আরও পড়ুন: India Post Payment Bank: অ্যাকাউন্ট বন্ধ করতে মানতেই হবে এই নিয়ম, না হলে জরিমানা নেবে এই ব্যাঙ্ক


দৈনিক সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শহরের ১০৮ জন নাগরিকের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। মারা গিয়েছেন পাঁচ জন। উত্তর ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন চার জন। পাঁছ জন মারা গিয়েছেন বাঁকুড়ায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে দু’জন করে প্রাণ হারিয়েছেন। ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি, নদিয়া, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়।


তবে মৃত্যুর নিরিখে সব জেলাকে ছাপিয়ে গিয়েছে পশ্চিম বর্ধমান। গত ২৪ ঘণ্টায় সেখানে ন’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে কলকাতা ছাড়া কোনও জেলার দৈনিক সংক্রমণই গত ২৪ ঘণ্টায় ১০০ পেরোয়নি।