কলকাতা: এটিকে মোহনবাগানে প্রত্যাবর্তন সন্দেশ ঝিঙ্গানের (sandesh Jhingan)। গত আগস্ট মাসে মলদ্বীপে এএফসি (afc) কাপে খেলতে যাওয়ার আগেই সন্দেশ ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন তিনি ক্রোয়েশিয়ার (croetia) ক্লাব ফুটবলে খেলতে যাচ্ছেন, তাই এই মরসুমে এটিকে মোহনবাগানের (atk mohun bagan) হয়ে খেলতে পারবেন না। তাতে ক্লাব আপত্তি করেনি। তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু সেখানে এইচএনকে সিবেনিকে তাঁর সময় খুব একটা ভাল কাটেনি। অনুশীলনে দ্বিতীয় দিনই চোট পান তিনি।  গত তিন মাসে আরও তিনবার তাঁর পায়ের পেশীতে চোট লাগে। তাই ওই ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। এর মধ্যেই কলকাতার ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ করে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। তাই দেশে ফিরে আসারই সিদ্ধান্ত নিলেন সন্দেশ।


তবে সম্ভবত এখনই মাঠে নামা হচ্ছে না সন্দেশের। নিয়ম অনুযায়ী ৮ দিনের কোয়ারেন্টিন পর্ব সেরে নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলনে নামবেন তিনি। তার পরে নিজেকে ম্যাচ ফিট প্রমাণ করার পরে হয়তো মাঠে নামবেন। সম্পুর্ণ ফিট সন্দেশ দলে যোগ দিলে এটিকে মোহনবাগানের রক্ষণবিভাগ যে আরও শক্তিশালী হয়ে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


গত মরসুমে এটিকে মোহনবাগানের হিরো আইএসএল ফাইনালে পৌঁছনোর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পঞ্জাবি ডিফেন্ডারের। ভারতীয় ফুটবল ফেডারেশন তাঁকে ২০২০-২১ মরসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়।


এদিকে, এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো তাঁর ক্লাবের শেষ ম্যাচে ড্রয়ের থেকে এখন বেশি চিন্তিত দলের চোট-আঘাত সমস্যা নিয়ে। প্রায় প্রত্যেক জায়গায় কেউ না কেউ চোট পাচ্ছেন। এটাই বেশি চিন্তায় রেখেছে তাঁকে। তবে বুধবারের খেলায় দলের পারফরম্যান্সে তিনি খুশি। বুধবার রাতে ম্যাচের পরে সাংবাদিরদের প্রশ্নের উত্তরে বলেন, 'পয়েন্ট নষ্ট করে অবশ্যই হতাশ। তবে আমি বেশি ভাবছি চোট-আঘাত নিয়ে। টাঙরি, কার্ল, অমরিন্দরের চোট। অমরিন্দরের চোটটা খুবই গুরুত্বপূর্ণ।' এরপরই তিনি যোগ করেন, 'মাঝে মধ্যে একজনকে (পড়ুন রেফারিকে) দরকার হয় এদের রক্ষা করার জন্য।'  -- তথ্য এটিকে মোহনবাগান


আরও পড়ুনঃ তৃতীয় টেস্টে পুরো ফিট বিরাটকে পাওয়ার আশায় টিম ইন্ডিয়া