গতকালের ম্যাচে ছক্কা মেরে দলকে জেতান পন্থ। এরপরেই মাঠে ঢুকে তাঁকে কোলে তুলে নেন সৌরভ। এ বিষয়ে ম্যাচের পর সতীর্থ পৃথ্বী শ-র সঙ্গে কথোপকথনের সময় পন্থ বলেন, ‘ম্যাচ শেষ করে আমি যখন বেরিয়ে আসছিলাম, সবাই ভালবাসায় ভরিয়ে দিচ্ছিলেন। সৌরভ স্যার যখন আমাকে কোলে তুলে নেন, তখন বিশেষ অনুভূতি হয়েছিল। এটা অন্যরকম অভিজ্ঞতা।’
পন্থ আরও বলেন, ‘আমরা দলকে বড় ম্যাচ জেতানোর কথা বলি। সেটা করতে পারলে দারুণ লাগে। আমি তোমার সঙ্গে যখন ব্যাট করছিলাম, তখন মনে হয়েছিল আমরা ম্যাচ শেষ করে দেব।’
এরপর পৃথ্বীকে পন্থ প্রশ্ন করেন, ‘জোফ্রা আর্চারের একটি ফুলটস বল উইকেটে লাগার পরেও বেল না পড়ায় কেমন অনুভূতি হয়েছিল?’ জবাবে পৃথ্বী বলেন, ‘আমার এই ধরনের অভিজ্ঞতা প্রথমবার হল। আমি প্রথমে বুঝতে পারিনি এরকম ঘটনা ঘটেছে। আমার মনে হয়েছিল, ব্যাটে বল লেগেছে। পরে কেউ একজন, বোধহয় তুমিই বলো, বেলের আলো জ্বলে উঠেছিল।’
পৃথ্বী আরও বলেন, ‘সৌরভ স্যার, রিকি স্যার, (মহম্মদ) কাইফ স্যারের উপস্থিতিতে শরীরের ভাষাই বদলে যায়। দলে আমি, সন্দীপ (ল্যামিছ্যানি), মনজোতের (কালরা) মতো তরুণরা আছি। কিন্তু আমাদের কখনও মনে হয় না, আমরা অনভিজ্ঞ। মাঠে ও মাঠের বাইরে আমাদের ও সিনিয়রদের একই সারিতে রাখা হয়। আমাদের যখন অনুশীলন থাকে না, তখনও সবার সঙ্গে থাকেন সৌরভ স্যার। আমরা একসঙ্গে নৈশভোজে যাই। দলগত সংহতি দুর্দান্ত।’