নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। টোকিওতে এসেছিল ৭টি পদক। সামগ্রিকভাবে ভারতের অ্যাথলিটরা গত কয়েকটি অলিম্পিক্সে বেশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এবার স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর শোনালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০৩৬ অলিম্পিক্স যেন ভারতের আয়োজন করা হয়, সেই স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে বার্তা দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামীতে অলিম্পিক্সের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য সবরকম প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন। 


উল্লেখ্য, ২০২৮ অলিম্পিক্স আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালে অলিম্পিক্স আয়োজিত হওয়ার কথা ব্রিসবেনে। আর ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে রয়েছ ভারতের সঙ্গে কাতার, সৌদি আরব ও তুরস্ক। এই বিষয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, ''আগামী ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন দেখেছি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়িত করার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভাল ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে এর আগে। এতেই প্রমাণ হয়েছে যে এই দেশের বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার ক্ষমতা অবশ্যই রয়েছে।''


 






এবারের প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে রুপো জিতেছেন নীরজ চোপড়া। টোকিওতে যদিও সোনা জিতেছিলেন নীরজ। এছাড়াও হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। টোকিওতেও তাঁরা ব্রোঞ্জ জিতেছিল। শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে ও কুস্তিতে ব্রোঞ্জ এসেছে আমন শেহরাওযাতের হাত ধরে। আরও একটি পদক জয়ের সম্ভাবনা ছিল ভারতের। কিন্তু বিনেশ ফোগতকে অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়ায় সেই নিশ্চিত সোনা বা রুপো জয় সম্ভব হয়নি। ৫০ কেজি কুস্তি ইভেন্টে ফাইনালে পৌঁছালেও ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশকে বাতিল করে দেয় আইওসি।







২০৪৭ সালের মধ্যে বিকশিক ভারত তৈরির কথা আজও শোনা যায় মোদির মুখে। তাঁর বক্তব্য, "আমরা ভারতীয়রা দৃঢ়চেতা। প্রত্যেক ক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে আমাদের। ভারতবাসীর প্রত্যয়ই চালনাশক্তি। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে দেশে স্বাধীনতা এসেছিল। বিকশিত ভারতের জন্যও সেই মন্ত্র থেকেই অনুপ্রেরণা নিতে হবে।"