ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচের মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথম টেস্টের একাদশে সুযোগ মিলেছে। আর প্রথম দিনের শেষে ব্যাট হাতেও নিজের নামের সুবিচার করে ৪০ রানে অপরাজিত রয়েছেন এই তরুণ মুম্বইকর। অভিষেক টেস্টে কি তিনি সেঞ্চুরি করতে পারবেন, তা হয়ত সময়ই বলবে। কিন্তু বেশ ছন্দে রয়েছেন যশস্বী। ৬টি বাউন্ডারিও হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। 


যশস্বী যখন টেস্টে অভিষেক করছেন, ঠিক সেই সময়ই কমেন্ট্রি বক্সে অভিষেক করেছিলেন ইশান্ত শর্মা। ভারতের হয়ে ১০৫ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে দিল্লির এই দীর্ঘকায় পেসারের। যদিও ২০২১ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তবে ইশান্ত মনে করেন যশস্বীর সুবর্ণ সুযোগ রয়েছে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর। ভারতের তারকা পেসার বলছেন, ''যশস্বীর কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এই ম্যাচে পারফর্ম করার। মঞ্চ তৈরি হয়েছে রয়েছে। ওর এখন এখান থেকে প্রথমে অর্ধশতরান পূরণ করা উচিত। এরপর ধীরে ধীরে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এই ম্যাচে সেঞ্চুরি করার সুযোগ আছে ওর সামনে।"


ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮০/০। তবে ইশান্ত শর্মা মনে করেন এখান থেকেও ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াতে পারে। তিনি বলছেন, "দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের জন্য। যদি উইকেট ওরা নাও তুলতে পারে, অন্তত পক্ষে ভারতের রান রেটের দিকে নজর দেওয়া উচিত। ভারত এখনও পর্যন্ত ৮০ রান বোর্ডে তুলে কোনও উইকেট হারায়নি। কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে দ্বিতীয় দিন বেশি রান না খরচ করে, তবে পরে উইকেট পাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।"


বিরাট নজিরের হাতছানি


এদিকে আজই ২ কিংবদন্তিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। বিরাটের দখলে টেস্টে ৮৪৭৯ রান করেছেন। তিনি আজ যদি আরও ২১ রান করতে পারেন তাহলেই ৮৫০০ রানের গণ্ডি পার করে ফেলবেন কোহলি। মাত্র ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে সাড়ে আট হাজার রানের গণ্ডি পার করবেন কোহলি। বিরাট যদি ২৫ রান করেন তাহলেই তিনি লাল বলে বীরেন্দ্র সহবাগের আন্তর্জাতিক রানের রেকর্ড ভেঙে দেবেন। সহবাগের দখলে ৮৫০৩ রান রয়েছে। ২৫ রান করলেই কোহলি সহবাগকে পিছনে ফেলে ভারতের পঞ্চম সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক হয়ে যাবেন।


কোহলি যদি ৬২ রান করেন, তাহলে তিনি ভিভ রিচার্ডসকেও পিছনে ফেলে দেবেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি টেস্টে ৮৫৪০ রান করেছেন। কোহলি ৬২ রান করলে সেক্ষেত্রে তাঁর দখলে ৮৫৪১ রান হয়ে যাবে। টেস্টে সর্বকালীন সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সেক্ষেত্রে কোহলি ২৬ নম্বরে উঠে আসবেন। আজই ভাল ইনিংস খেললে কোহলি কিন্তু এই দুই কিংবদন্তিকে পিছনে ফেলে দেবেন।