কলকাতা: মরসুমের প্রথম ডার্বি (kolkata Derby) ছিল গত ১২ অগাস্ট। তখনও জানা ছিল না যে এক মাসের মধ্যেই ফের একবার কলকাতায় ময়দান সাক্ষী থাকতে চলেছে ইলিশ-চিংড়ির আরও এক টানটান লড়াইয়ের। আগামী রবিবার ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে (Final) ফের ডার্বি। ইস্ট-মোহনের (East Bengal vs Mohun Bagan) সেই চিরন্তন লড়াই। সল্টলেকের যুবভারতীয় স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লাল হলুদ শিবির ও সবুজ মেরুন শিবির। চলতি ডুরান্ড কাপেই প্রথম ডার্বিতে ১-০ গোলে ইস্টবেঙ্গল জয় ছিনিয়ে নিয়েছিল। গত ৮ ডার্বিতে টানা হারের পর অবশেষে জয় ছিনিয়ে নিয়েছিল লাল হলুদ শিবির। সবুজ মেরুন বাহিনীর সামনে সুযোগ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার।


ইতিহাস বলছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান প্রথম মাঠে নামে ১৯২১ সালের ৮ অগাস্ট। কোচবিহার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ২ দল। সেই ম্যাচ যদিও ড্র হয়েছিল। এরপর থেকে এখনও পর্যন্ত ৩৯০টি ম্যাচে মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে লাল হলুদ শিবিরই টেক্কা দিয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। মোট ১৩৮টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে ১২৭ ম্যাচে মোহনবাগান জয় ছিনিয়ে নিয়েছে। ১২৫টি ম্যাচ এখনও পর্যন্ত ড্র হয়েছে। ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল। যা এখনও পর্যন্ত ডার্বির ইতিহাসে সর্বাধিক জয়। ডার্বিতে এখনও পর্যন্ত সর্বাধিক ১৯টি গোল করেছেন বাইচুং ভুটিয়া। 


ডুরান্ড কাপের ইতিহাসেও কিন্তু পাল্লা ভারী কুয়াদ্রাতের দলেরই। চলতি মরসুমের একটি ডার্বি মিলে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ২১বার মুখোমুখি হয়েছে ২ দল। এর মধ্যে রয়েছে ১১টি ফাইনাল। ইস্টবেঙ্গল মোট ৯টি ম্যাচ জিতেছে। মোহনবাগান ৭টি ম্যাচ জিতেছে। 


উল্লেখ্য,  ১৯ বছর পর এবারের ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল লাল হলুদ শিবির। সেই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তবে এরপরে অবশ্য মোহনবাগান আরও একবার ডুরান্ড ফাইনালে জায়গা করে নিয়েছিল। তবে ২০১৯ সালে শেষবার ডুরান্ড ফাইনালে পৌঁছে গোকুলামের কাছে হারতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। 


এদিকে, দল ফাইনালে ওঠার পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ''আগামী রবিবার ডুরান্ড ফাইনাল। ফাইনালে যে দলটা উঠেছে, গত ৪ বছরের মধ্যে এখন আমরা সেরা ফর্মে রয়েছি। আমি নিশ্চিত কঠিন ম্যাচ হবে, অত্যন্ত কঠিন ম্যাচ হবে। তবে আমাদের ছেলেরাও লড়াই করবে।''