লন্ডন: বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে তিনি রেকর্ডবুকে ঢুকে পড়েছেন। শাহিন আফ্রিদির উপলব্ধি, লর্ডসে এই কৃতিত্ব অর্জন করা ‘অবিশ্বাস্য’।


বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৫ রান খরচ করে ছয় উইকেট নিয়েছেন শাহিন। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ বোলার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন শাহিনের দখলে। শুক্রবার বাঁহাতি পাক পেসারের বয়স ছিল ১৯ বছর ৯০ দিন।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাহিন। বলেছেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে আমি ভীষণ খুশি। ছয় উইকেট নেওয়াটা অবিশ্বাস্য।’ প্রথম পাক বোলার হিসাবে বিশ্বকাপে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার নজির। শাহিন বলছেন, ‘পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তিদের কথা ভাবলে মনে হবে এটা দুর্দান্ত একটা রেকর্ড। লর্ডসে ছয় উইকেট নিতে পারাটা আমার এবং আমার পরিবারের কাছে বিরাট বড় এক মুহূর্ত। লর্ডসকে বলা হয় হোম অফ ক্রিকেট। এই মাঠের বিশেষত্ব রয়েছে।’

কেরিয়ারে এটাই প্রথম বিশ্বকাপ। শাহিন বলছেন, ‘শেষ চারটি ম্যাচে এত ভাল ক্রিকেট খেলার পরেও বিদায় নিতে হওয়ায় ভীষণ হতাশ। এটা আমার এবং দলের বেশ কয়েকজনের প্রথম বিশ্বকাপ। ভবিষ্যতের জন্য সেটাই বড় খবর।’

ব্যাট হাতে বাংলাদেশের বিরুদ্ধে সফল ইমাম উল-হক। তাঁর সেঞ্চুরিই পাকিস্তানকে ৩১৫/৯ স্কোরে পৌঁছে দিয়েছিল। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় মর্মাহত ইমাম। পয়েন্ট সমান হলেও নিউজিল্যান্ডের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। ইমাম বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কাছে হারটা আমার কাছে বড় ধাক্কা ছিল। ওই ম্যাচে আমি ক্রিজে সেট হয়ে গিয়েছিলাম এবং ভাল খেলছিলাম। পাকিস্তানকে ওই ম্যাচটা জেতানো উচিত ছিল। আমরা দ্রুত চার উইকেট হারিয়েছিলাম। সেখান থেকে ম্যাচটা জিতিয়ে আসা উচিত ছিল আমার। বিশ্বকাপে একটা বড় দলকে হারানোও হত। ভাল শুরু করার পরেও বড় রান পাচ্ছিলাম না। আমার বয়স কম এবং এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখলাম। নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং আমি নিশ্চিত সেটা ভবিষ্যতে আমাকে সাহায্য করবে।’