ব্রিস্টল: বিশ্বকাপেই কি পাঁচশোর গণ্ডি পেরিয়ে যাবে কোনও দল? ইংল্যান্ডে এবার বাইশ গজের যা চরিত্র, তাতে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও সেরকমই দেখা যাচ্ছে। প্রায় প্রত্যেক ম্যাচে তিনশোর ওপর স্কোর উঠছে। মার খাচ্ছেন, এমনকী, নামী বোলাররাও। যেমনটা হল মঙ্গলবার। ব্রিস্টলে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তুলল ৪২১ রান। নিউজিল্যান্ড ম্যাচ হারলেও ৩৩০ রান তুলেছিল।


মঙ্গলবার মাত্র ৮৬ বলে ১০১ রান করে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন শাই হোপ। কিউয়ি বোলারদের বিরুদ্ধে তাঁর ইনিংসে ছিল নটি চার ও চারটি ছক্কা। এবং ম্যাচ শেষ হওয়ার পরই হোপ আরও বড় এক স্বপ্নের কথা শুনিয়েছেন। জানিয়েছেন, দল হিসাবে ওয়ান ডে-তে পাঁচশো স্কোর বেশিদিন অধরা থাকবে না। হোপ বলেছেন, 'আমরা অবশ্যই এই লক্ষ্যকে ধাওয়া করতে চাই। অবশ্যই প্রথম দল হিসাবে ওয়ান ডে-তে পাঁচশো করতে পারলে দারুণ লাগবে। আমাদের ব্যাটিংয়ে সেরকম মশলাও মজুত রয়েছে।'

মিশন পাঁচশোয় ক্যারিবিয়ান ক্রিকেটারদের উৎসাহিত করে তুলতে পারে একটি পরিসংখ্যান। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দুটি ম্যাচ রয়েছে ট্রেন্ট ব্রিজে। এই ট্রেন্ট ব্রিজেই ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড তুলেছিল ৪৮১/৬। যেটা ওয়ান ডে-র ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই ইংল্যান্ড তুলেছিল ৪৪৪/৩।

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপে পাঁচশো তোলার রসদ রয়েছে বলেই মত হোপের। মঙ্গলবারই রাসেল ২৫ বলে ৫৪ রান করেন। হোপ-ও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, 'ও অস্বাভাবিক ক্রিকেটার। অবিশ্বাস্য। জানি না কীভাবে রাস-কে ব্য়াখ্যা করব। ওর ব্যাটে বল ঠিকঠাক লাগলেই ছক্কা। ওর সঙ্গে একই দলে থাকাটা গৌরবের। বোলাররা বুঝতেই পারে না ওকে কোথায় আর কীভাবে বল করবে। ওর ব্যাটিং দারুণ উপভোগ্য।'

শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অভিযান।