করাচি: ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরু করার জন্য দু’দেশের ক্রিকেট বোর্ডকে উদ্যোগ নিতে হবে। এমনই মতপ্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। তিনি বলেছেন, ‘এখনই বিসিসিআই ও পিসিবি-কে একজোট হয়ে দু’দেশের সরকারকে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর বিষয়ে সম্মতি দেওয়ার জন্য রাজি করাতে হবে। ভারত-পাক সিরিজ অ্যাশেজের চেয়ে অনেক বড়। তাই আমরা যদি সমস্যা মিটিয়ে ফেলতে পারি, তাহলে দুই দেশ ক্রিকেটবিশ্ব শাসন করতে পারে। অতীতে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক যেমনই থাকুক না কেন, আমরা অত্যন্ত উত্তেজক পরিস্থিতিতে ক্রিকেট খেলেছি। এর ফলে দু’দেশের সরকারেরই লাভ হয়েছে। ভারত-পাকিস্তান যদি এক অপরের বিরুদ্ধে না খেলে, তাহলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বা আইসিসি-র অন্য কোনও লিগ চালু করার কী অর্থ?’
ভারত ও পাকিস্তান আইসিসি প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে খেলতে পারলে দ্বিপাক্ষিক সিরিজ কেন হবে না, সেই প্রশ্ন তুলেছেন মিঁয়াদাদ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘যদি দু’দেশের মধ্যে একেবারেই খেলা না হত, তাহলে পরিস্থিতি বোঝা যেত। কিন্তু আমরা যদি আইসিসি প্রতিযোগিতায় খেলতে পারি, তাহলে অন্যসময় কেন নয়?’
দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার জন্য বিসিসিআই, পিসিবি-কে একযোগে উদ্যোগ নিতে হবে, মত মিঁয়াদাদের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2018 06:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -