কলম্বো: গতকাল বন্ধুত্বের দিনটি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে সত্যিই বিশেষ দিন ছিল। প্রথমে কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে টানা আটটি সিরিজ জিতল ভারত, তারপর দ্য গ্রেট খলির সঙ্গে দেখা হল বিরাটের। ট্যুইটারে খলির সঙ্গে ছবিও পোস্ট করেছেন বিরাট।


৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা এবং ১৫৭ কেজি ওজনবিশিষ্ট প্রাক্তন ডবলুডবলুই তারকা খলি পেশাদার কুস্তির জগতে বিখ্যাত নাম। আসল নাম দলীপ সিংহ রানা হলেও, দ্য গ্রেট খলি নামেই তিনি পরিচিত। বন্ধুত্বের দিনে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খলির ছবি ভারতের ক্রীড়াপ্রেমীদের কাছে বড় প্রাপ্তি।

ভারতীয় দল এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করার পর এবার হোয়াইটওয়াশ করার লক্ষ্যে। ১২ তারিখ থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট। আইসিসি-র আচরণবিধি ভঙ্গ করায় সেই টেস্টে খেলতে পারবেন না কলম্বো টেস্টে জয়ের নায়ক অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তবে ভারতীয় দল আত্মবিশ্বাসী।