কানপুর: দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দাপটে নিউজিল্যান্ডকে ২৬২ রানেই অলআউট করে দেওয়ার পর তৃতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ফেলেছে ভারত। এখন বিরাট কোহলির দল এগিয়ে ২১৫ রানে। হাতে আছে দু দিন। স্পিনাররা এদিন যেভাবে কিউয়ি ব্যাটসম্যানদের ঘোল খাওয়ালেন, তাতে চতুর্থ ইনিংসে তাঁদের সামাল দেওয়া সহজ হবে না কেন উইলিয়ামসনের দলের পক্ষে। ফলে বড় লিড নিতে পারলে ভারতের জয়ের সম্ভাবনা যথেষ্ট। আবহাওয়া বিরূপ না হলে তিন টেস্টের সিরিজে এগিয়ে যেতে পারে ভারত। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে অবশ্য বোঝা যায়নি, এদিন এত সহজে প্রথম ইনিংসে ৫৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়ে যাবে ভারত। দ্বিতীয় দিনের শেষে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন ৬৫ এবং টম লাথাম ৫৬ রানে ব্যাট করছিলেন। কিন্তু এদিন তাঁরা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। লাথামকে (৫৮) ফিরিয়ে দিয়ে প্রথম আঘাত হানেন অশ্বিন। এরপর কোনও রান করার আগেই রস টেলরকে ফেরান জাডেজা। এরপর উইলিয়ামসনকে (৭৫) ফিরিয়ে দেন অশ্বিন। অধিনায়ক ফিরে যাওয়ার পর নিউজিল্যান্ড আর বেশি রান করতে পারেনি। জাডেজা ৭৩ রানে পাঁচ উইকেট এবং অশ্বিন ৯৩ রানে চার উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনায়াসে রান করছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়। তবে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় ইশ সোধির বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। যদিও তাতে ভারতীয় দল সমস্যায় পড়েনি। বিজয়ের সঙ্গে যোগ দিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন চেতেশ্বর পূজারা। দিনের শেষে বিজয় ৬৪ এবং পূজারা ৫০ রানে অপরাজিত। নিউজিল্যান্ডের কোনও বোলারই তাঁদের চাপে ফেলতে পারছেন না। ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের বড় তোলার সম্ভাবনা উজ্জ্বল। ম্যাচে জাঁকিয়ে বসেছেন কোহলিরা।