দোহা: একটা গোল, একটা বিতর্ক আর হাজারো প্রশ্ন। স্পেনের বিরুদ্ধে জাপানের দ্বিতীয় গোলটি নিয়ে এখনও বিতর্ক শেষ হচ্ছে না। সেই গোলটিই একদিকে যেমন জাপানকে শেষ ষোলোয় জায়গা করে নিতে সাহায্য করেছে। ঠিক তেমনই কোস্তারিকার বিরুদ্ধে জয়ের পরও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে জার্মানিকে। কিন্তু কেন এত প্রশ্ন? কেনই বা এত বিতর্ক?


ঠিক কী হয়েছিল?


স্পেনের বিরুদ্ধে পিছিয়ে থেকেও পরে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে জাপান। কিন্তু জাপানের দ্বিতীয় গোলটি নিয়েই বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে জার্মানি সমর্থকেরা সেই গোলটিকে কাঠগড়ায় তুলেছেন দল ছিটকে যাওয়ার পর। কাউন্টার অ্যাটাকে জাপানের প্রেসিংয়ে বল হারিয়ে যায় স্পেনের। সেই সময় দোয়ানের ক্রস সাইড লাইনের বাইরে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে কোনওরকমে ভেতরে রাখেন মিতোমা। যাতে পা ছুঁইয়ে জাপানকে এগিয়ে দেন তানাকা। প্রথমে খালি চোখে দেখে মনে হয়েছিল যে বল হয়ত লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু পরে ভিএআরের মাধ্যমে চেক করে রেফারি সেটিকে গোল হিসেবেই ধার্য করেন।


 






 






 






 


 






কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবির অ্যাঙ্গেলে মনে হচ্ছিল বল আগেই দাগের বাইরে চলে গিয়েছে। আবার অনেকে বিভিন্ন মাপ, জ্যামিতি দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে বল ভেতরেই ছিল। সোশ্য়াল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক যদিও থামতে চাইছে না।