Share Market Live: নিফটি ১৯,০০০ পয়েন্ট ছোঁয়ার আগেই থামল 'বুল রান'। শুক্রবার সপ্তাহ শেষের ট্রেডিং সেশনে অনেকটাই নেমে এল ইন্ডিয়ান স্টক মার্কেট।  টানা ছয় দিন রেকর্ড উচ্চতায় বন্ধ হওয়ার পর আজ  পতনের সঙ্গে খুলল ভারতীয় শেয়ার বাজার। 


Stock Market Opening: কেন গতি থামল নিফটি -সেনসেক্সে ?
এশিয়ার শেয়ার বাজারের পতনের কারণে ভারতীয় শেয়ারবাজারে এই পতন বলে মনে করছেন বাজাার বিশেষজ্ঞরা। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এদিন 175 পয়েন্টের পতনের সঙ্গে 63,110 পয়েন্টে খোলে। সেকানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 48 পয়েন্টের পতনের সঙ্গে 18,764 পয়েন্টে ওপেন হয়েছে। তবে পতনের সঙ্গে খোলার পরও বাজার আরও হ্রাস পেয়েছে। দেখা গিয়েছে,১০টার মধ্যে সেনসেক্স 63,000 পয়েন্টের নিচে নেমে গেছে। পরবর্তীকালে সেনসেক্স 293 পয়েন্ট ও নিফটি 88 পয়েন্টের পতনের সঙ্গে ট্রেড শুরু করছে।


Share Market Live:আজ সেক্টরের অবস্থা
নিফটি ও সেনসেক্সের সূচক বলছে, আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, এফএমসিজি, ইনফ্রার মতো সেক্টরের শেয়ারের পতন দেখা যাচ্ছে,যেখানে মেটাল, এনার্জির মতো সেক্টরের শেয়ারের বৃদ্ধি রয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ স্টকগুলিতে গতি বাজায় রয়েছে। সেই ক্ষেত্রে নিফটির 50টি স্টকের মধ্যে 13টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 37টি স্টক পতনের সঙ্গে ট্রেড করছে৷ 30টি সেনসেক্স স্টকের মধ্যে,7টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 23টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে৷ নিফটি ব্যাঙ্ক আজ নিম্নমুখী। নিফটি ব্যাঙ্কের 12টি ব্যাঙ্কিং স্টকগুলির মধ্যে 6টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 6টি স্টক পতনের সঙ্গে লেনদেন করছে৷


Stock Market Opening: কোন স্টকগুলিতে গতি ?
আজ বাজারের শুরুতে  ONGC 2.07 শতাংশ, Hindalco 0.92 শতাংশ, BPCL 0.72 শতাংশ, Tech Mahindra 0.06 শতাংশ, Reliance 0.49 শতাংশ, IndusInd Bank 0.43 শতাংশ, Tata Motors 0.27 শতাংশ, ITC 0.27 শতাংশ, Co. ০.০৯ শতাংশ ও টাটা স্টিল ০.০৯ শতাংশ  গতিতে ট্রেড করছে।


Share Market Live: পতনশীল স্টক কানগুলি
এদিনের পতনশীল স্টকগুলির মধ্যে রয়েছে আইশার মোটরস 2.10 শতাংশ, ডিভিস ল্যাব 1.64 শতাংশ, HUL 1.63 শতাংশ, বাজাজ অটো 1.46 শতাংশ, মারুতি সুজুকি 1.45 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 1.43 শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 1.34 শতাংশ পতনের সঙ্গে ব্যবসা করছে।