মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। চোটের জন্য আসন্ন মেগা টুর্নামেন্টে দেশের জার্সি পরে মাঠে নামতে পারবেন না তিনি। কোটি কোটি ভারতী ক্রিকেট প্রেমীদের মত বুমরা নিজেও ভেঙে পড়েছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই বার্তাই দিলেন যশপ্রীত বুমরা।
কী লিখেছেন বুমরা?
পিঠের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি বুমরা। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, বুমরা সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে পারবেন না। বুমরার চোট নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের ঘোষণার পর থেকেই সেই জল্পনা আরও বৃদ্ধি পায়। বিশ্বকাপ তাঁর খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়। অবশেষে গতকালই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে বুমরার ছিটকে যাওয়ার কথা জানানো হল। শীঘ্রই তাঁর পরিবর্তের নাম ঘোষণা করে দেবে বোর্ড।
বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে যে সব খেলোয়াড় সুযোগ পেতে পারেন, তাঁদের মধ্যে সম্ভবত সবথেকে সম্ভাবনা বেশি মহম্মদ শামির। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে থাকলেও, এ বছর তাঁকে রিজার্ভেই রেখেছেন নির্বাচকরা। তবে বুমরার চোটে শামির বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। দীপক চাহারও আরেকটি বিকল্প। তিনিও শামির মতো ভারতের বিশ্বকাপ দলের রিজার্ভে রয়েছেন। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেও তিনি ভারতীয় দলের হয়ে খেলছেন এবং নতুন বলে বেশ সাফল্যও পেয়েছেন। তাই তাঁর সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েইছে।