টোকিও: জ্যাভেলিন থ্রো-এ দেবেন্দ্র ঝাঝারিয়া রুপো ও সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। এথেন্স, রিওর পর এবার ফের একবার টোকিওতে জ্যাভলিনে ইতিহাস গড়ে পদক জিতলেন দেবেন্দ্র। টোকিও প্যারালিম্পিক্সে  রুপো জিতেছেন এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। 


২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে প্রথম প্যারিলিম্পিয়ান হিসেবে জ্যাভলিনে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এর ১২ বছর বাদে ফের রিও অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন দেবেন্দ্র। গত ৭ মাস ধরে গাঁধীনগরে সাইয়ের সেন্টারে অনুশীলন করেছেন দেবেন্দ্র। এই সময়ের মধ্যে পরিবারের সঙ্গেও সময় সেভাবে দিতে পারেননি। কোভিডের জন্য অনেক বিধিনিষেধও মানতে হয়েছে। তবে যাবতীয় প্রতিকূলতা সরিয়ে রাজস্থানের এই অ্যাথলিট এবারও নিজের নামের সুবিচার করতে চেয়েছিলেন। সোনা জিততে না পারলেও রুপো জেতেন এই প্যারা অ্যাথলিট।   


এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ে প্রথম সোনা জেতে ভারতের অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে অবনী গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড। 


মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস! কিন্তু, তার নেপথ্যে যে কত যন্ত্রণার কাহিনি লুকিয়ে রয়েছে তা কে জানত? বাড়ি রাজস্থানের জয়পুরে। পিঙ্ক সিটিরই জেডিএ শ্যুটিং অ্যাকাডেমিতে অনুশীলন করেন অবনী লেখারা। ২০১২-তে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মক চোট পান। প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন। কিন্তু, সে প্রতিবন্ধকতা তাঁকে থামিয়ে দিতে পারেনি। বরং, বাড়িয়ে দিয়েছে জেদ, আর ইচ্ছেশক্তি। তার জোরেই টোকিওয় পোডিয়াম ফিনিশ। রেকর্ড গড়ে সোনা জয়। ভারতবর্ষ সোনার মেয়েকে পেল প্যারালিম্পিক্সের হাত ধরে।


ডিসকাসেও উজ্জ্বল ভারত। এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। এর আগে প্যারালিম্পিক্সে রবিবার তিনটে পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও।