অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
নীরজও তাঁর কৃতিত্বের এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ৮৭.৮৬ মিটার। প্রতিদ্বন্দ্বীতার মেজাজে ফিরতে পেরে খুব ভালো লাগছে। শুভেচ্ছা ও সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ।
এর আগে কনুইয়ে চোট পেয়েছিলেন নীরজ। চোট সারিয়ে ফেরার পর এটাই ছিল তাঁর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট। চোটের কারণে ২০১৯-এ দীর্ঘ সময় কোনও ইভেন্টে অংশ নিতে পারেননি তিনি।