পোচেফস্ট্রুম (দক্ষিণ আফ্রিকা): ঝুলন গোস্বামীর মুকুটে নয়া পালক। একদিনের ক্রিকেটের ইতিহাসে বিশ্বের সর্বোচ্চ মহিলা উইকেট সংগ্রহকারী হলেন এই বঙ্গতনয়া।
অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিককে (১৮০ উইকেট) সরিয়ে তিনি এক নম্বর স্থানে উঠে আসেন। গত এক দশক ধরে এই তকমা ছিল ক্যাথরিনের দখলে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় প্রমীলা বাহিনী।
এদিন পোচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার রাইসিবে নোজাখেকে আউট করে এই বিরল কৃতিত্ব অর্জন করেন বাঙালি-তনয়া ঝুলন। ৫০-ওভারের ফর্ম্যাটে এই মুহূর্তে ঝুলনের শিকার ১৮১। মোট ১৫৩টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৩২ বছরের ঝুলন।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে নদিয়ার চাকদার মেয়ে ঝুলনের। মূলত, ভারতীয় মহিলা ক্রিকেটে গত এক দশকের ওপর দুটি নামই ঘোরাফেরা করছে। একজন ঝুলন, অন্যজন অধিনায়ক মিতালী রাজ।
২০০৭ সালে আইসিসি-র সেরা মহিলা ক্রিকেটারের শিরোপা জিতেছিলেন ঝুলন। গোড়ার দিকে, ঝুলন ছিলেন দেশের দ্রুততম বোলার। একদিনের পাশাপাশি, ১০টি টেস্ট ও ৬০টি টি-২০ ম্যাচে যথাক্রমে ৪০ ও ৫০ উইকেট রয়েছে ঝুলনের ঝুলিতে।