নয়াদিল্লি: ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মহিলাদের সীমিত ওভারের সিরিজ। ভারতীয় দল (Indian Women's Cricket Team) এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। সেই সিরিজের জন্য গতকালই (১৯ সেপ্টেম্বর) ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সফরে ভারতীয় দলে ফিরেছেন দুই বাঙালি। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন রিচা ঘোষ এবং ওয়ান ডে দলে কামব্যাক হয়েছে কিংবদন্তি ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)।


লর্ডসে ঝুলনের শেষ ম্যাচ?


একাধিক রিপোর্ট অনুযায়ী, ৩৯ বছর বয়সি ঝুলন এই সিরিজ শেষেই আন্তর্জািতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ১৮ তারিখ থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। ২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচ। সেই ম্যাচের পরেই ঝুলন অবসর নেবেন বলে খবর। এক সিনিয়র বিসিসিআই আধিকারিক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত, জুলাইয়ে ঝুলনকে ভারতের শ্রীলঙ্কা সফরে দলে নেওয়া হয়নি। খবর অনুযায়ী, ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তারকা ফাস্ট বোলারকে জানিয়ে দিয়েছে যে তারা ভবিষ্যতের দিকেই তাকাচ্ছে এবং সেইজন্যেই সব ফর্ম্যাটে খেলা তরুণ ফাস্ট বোলারদের দলে সুযোগ দেওয়ার পক্ষে।


ঝুলন শেষবার ভারতীয় দলের জার্সিতে এ বছরের বিশ্বকাপে খেলেছিলেন। তবে চোটের জেরে দলের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তাই বিসিসিআই তাঁকে সঠিকভাবে বিদায় জানাতে চায়। সেই কারণেই ইংল্যান্ড সিরিজে তাঁকে দলে রাখা হয়েছে। নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলার জন্য লর্ডসের থেকে বেশি ভাল মাঠ হয়তোই হয়। ঝুলন মহিলাদের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী। এখনও অবধি তিনি সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট নিয়েছেন।


ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, মেঘনা সিংহ, রাধা যাদব, সাব্বিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, দয়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) ও কে পি নভগিরে।


ভারতের ওয়ান ডে দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, মেঘনা সিংহ, সাব্বিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, দয়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হার্লিন দেওল, ঝুলন গোস্বামী।


আরও পড়ুন: এক দলে দুই প্রাক্তন নাইট অধিনায়ক, সৌরভের অধীনে খেলবেন গম্ভীর